“প্রগেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন” এর – অষ্টম রাজ্য বাৎসরিক মহা সভায় উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

২০১৫ সালের আত্মপ্রকাশের পর থেকেই এই সংগঠন রাজ্য বার্ষিক সাধারণ সভা , Engineers Day, টেকনিক্যাল সেমিনার, ট্রেনিং প্রোগ্রাম,বেসরকারী ও সরকারী চাকুরীর প্রশিক্ষন সহ রক্তদান শিবির, বৃক্ষরোপণ, দুস্থ ছাত্রদের বই বিতরণ ও অর্থ সাহায্য, দরিদ্রদের খাদ্য ও বস্ত্র বিতরণ সহ

অন্যান্য সামাজিক কার্যকলাপের মাধ্যমে আজ ইঞ্জিনিয়ারদের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই মুহূর্তের সর্বস্তরের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন আমরাই এই কথা সাংবাদিকদের জানান সংস্থার মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত

ঘোষ। ১১ই ফেব্রুয়ারি ২০২৩ জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বার্ষিক রাজ্য সাধারণ সভার শুভ উদ্বোধন হয়।


প্রগেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’- অষ্টম রাজ্য বাৎসরিক মহা সভা’-তে পেশ করা আট দফা দাবিকে সঙ্গত বলে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া তার বক্তব্যে জানান “সবকটা ইঞ্জিনিয়ার্স সংগঠন একযোগে সম্মিলিত ভাবে একটা দাবীপত্র বানিয়ে আমার কাছে নিয়ে আসুন, আমি ওই দাবীপত্রকে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পেশ করব।”

অষ্টম রাজ্য বাৎসরিক মহা সভা-তে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী শ্রী বেচারাম মান্না, পিইউইএ-র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শিবু দাস, মহাসচিব ইঞ্জিনিয়ার অনির্বান ওঝা,সহাধ্যক্ষ ইঞ্জিনিয়ার বিপ্লব রায়, মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ সহ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিভাগের একাধিক ইঞ্জিনিয়ার।

More From Author

“এক্সপ্লোডিয়া” – ২০২৩

ICAI elects New Torchbearers for the year 2023-24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *