শহরের এক অভিজাত হোটেলে আয়োজন করা হয়েছিল “ইনভেস্ট অ্যাফেয়ার্স”এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতার অভিজাত হোটেলে
আয়োজন করা হয়েছিল বাণিজ্য বিনিয়োগ উদ্যোগ এর কনফারেন্স। ইনভেস্ট অ্যাফেয়ার্স কোম্পানির দুই প্রধান সচিব মিস্টার মলহার মজুমদার ও শিবাজী বসু পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তির ,হেলথ বিভাগ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সর্বরকম ব্যবসায়িক উদ্যোগীদের আমন্ত্রণ করেছিলেন। বর্তমানে ইনকাম ই শুধু নয়, জমানোটা জরুরী হয়ে পড়েছে। রিটার্ডমেন্টের পর হোক বা কর্মক্ষেত্রে জীবন যাপনের পরও জীবনকে সুন্দর করে তুলতে অনেকেই বিনিয়োগের কথা ভাবেন। তাই কোন খাতে কতটা বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন, বা কোথায় ইনভেস্ট করলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তা নিয়ে সম্মখ ধারনার প্রয়োজন।

সাধারণত এইধরনের অনুষ্ঠান দিল্লি ,বোম্বে ,হায়দরাবাদে হয়েছে বহুবার কিন্তু কলকাতায় সম্ভবত প্রথমবার এরকম উদ্যোগ নেওয়ার সাহস রাখলেন এই দুই উদ্যোগপতি। সাধারণ মানুষ যাতে সরল ভাবে তাদের নিজস্ব জমা পুঁজি হোক বা নতুন ব্যবসা কি করে করলে লাভ পাবে তা সম্পর্কে সরাসরি ধারনা দেওয়ার জন্য একটি পাপেট শো দেখানো হয়েছিল যা উদ্যোগক্তাদের মনোগ্রাহী করে তুলেছিল।।

More From Author

রোটারি ক্যালকাটা মহানগর আনল বিশেষ এপস যার সাহায্যে জরুরী প্রয়োজনের সময় রক্তদাতা দের সুলুক সন্ধান পাওয়া যাবে

৫৮তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করলেন পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *