কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল সাংবাদিক কুমারেশ ঘোষের জঙ্গলমহলের কাহিনী নিয়ে জঙ্গলমহল ও উপরমহল নামক একটি বইয়ের

Spread the love

হীরক মুখোপাধ্যায় –

জঙ্গলমহল ও মাওবাদী কার্যকলাপের খুঁটিনাটি সহ বিভিন্ন অজানা কাহিনী নিয়ে কোলকাতা প্রেস ক্লাব (Press Club Kolkata)-এ প্রকাশিত হল সাংবাদিক কুমারেশ ঘোষ (Kumaresh Ghosh, Author)-এর বই ‘জঙ্গলমহল ও উপরমহল’।

কোলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, পুস্তকের লেখক কুমারেশ ঘোষের উপস্থিতিতে সাড়া জাগানো এই পুস্তকের অনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যাপক ডাঃ পার্থ চ্যাটার্জি (Professor Dr. Partha Chatterjee)।

পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচনের পর এই পুস্তকের লেখক কুমারেশ ঘোষ জানান, “দীর্ঘদিন বিভিন্ন দৈনিক পত্রিকার মেদিনীপুর জেলার সাংবাদিক থাকার সুবাদে জঙ্গলমহলের বিভিন্ন অজানা তথ্য যেমন এই পুস্তকে সন্নিবেশিত করতে পেরেছি ঠিক তেমনই তুলে ধরেছি মাওবাদী নেতা কিষেণ সিং-এর সাথে আমার বিভিন্ন আলাপচারিতার ঘটনা।”

More From Author

এক্সপ্লোডিয়া -২৩ সল্টলেক আই,এন,আই,এফডি-তে শুরু হল অ্যানুয়াল ফ্যাশন অ্যাণ্ড লাইফস্টাইল এক্সিবিশন

Club Award sponsored by Bingo! tedhe medhe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *