তারা মায়ের নবনির্মিত মন্দিরের দ্বার উদঘাটন করলেন উত্তর কলকাতার সাংসদ শ্রী সুদীপ বন্দোপাধ্যায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

মাঘী পুর্ণিমার পবিত্র তিথিতে কোলকাতা পৌরনিগম-এর ২৭ নম্বর ওয়ার্ডের -এর সুকিয়া স্ট্রীট ও কৈলাশ বোস স্ট্রীটের সংযোগ স্থলে কৈলাশ বোস স্ট্রীট এর উপর উন্মোচিত হল তারা মায়ের মন্দির।

উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কোলকাতার রাজনৈতিক জগতের একঝাঁক উজ্জ্বল মুখের উপস্থিতিতে তারামায়ের মন্দিরে পূজার্চনা শুরু হয়। মায়ের মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বোস, কোলকাতা পৌরনিগমের অপর

পৌরপিতা স্বপন সমাদ্দার, তৃণমূল কংগ্রেস-এর ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজকিশোর গুপ্ত, স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গুপ্ত ( ২৭ নম্বর ওয়ার্ড ) সহ স্থানীয় অঞ্চলের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত উল্লেখ্য, তারামায়ের মন্দির সংলগ্ন রাস্তার ধার সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছেন স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গুপ্ত।

এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম গুপ্ত জানিয়েছেন, “এই মন্দির নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর ভাবাবেগকে মর্যাদা দেওয়া হয়েছে। মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে আজ ভাণ্ডারা হবে বৈকালে। সকল ভক্তদের জন্য প্রসাদ

খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। অমাবস্যার যে বিশেষ তিথি গুলি আছে সেই তিথি গুলিতে নিয়ম মেনে হোম যজ্ঞ ও বিশেষ পুজোর আয়োজন করা হবে এই মন্দিরে। জয় গুরু জয় বাম জয় তারা মা।

More From Author

অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ সচেতনতা মূলক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন বেহালার কবিগুরু সরণি যুব সম্মিলনী ক্লাব

Yatish Kumar’s poetry collection ‘Aavirbhav’ released by senior litterateurs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *