IMG 20251215 WA0090(1)

যৌথ তত্ত্বাবধানে ‘গণবিবাহ’ আয়োজন করলেন ‘লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন’ ‘প্রয়াস’ এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি বাল গোবিন্দ ভক্তবৃন্দ, লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন, প্রয়াস এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ-এর যৌথ তত্ত্বাবধানে সফলভাবে অনুষ্ঠিত হলো এক বৃহৎ গণ বিবাহ অনুষ্ঠান।

IMG 20251215 WA0084

সমাজকল্যাণমূলক এই আয়োজনে মোট ২৫ জোড়া বাঙালি সহ অন্যান্য সনাতনী পরিবারের নবদম্পতির শুভ বিবাহ সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথাগত রীতি-রেওয়াজ, বৈদিক মন্ত্রোচ্চারণ, এবং আচার–অনুষ্ঠান ছিল যথেষ্ট আকর্ষণীয়। সম্পূর্ণ নিঃশুল্কভাবে বিবাহ সম্পন্ন করেন পণ্ডিত পতঞ্জলি শর্মা, জয়প্রকাশ শাস্ত্রী এবং তাঁদের শিষ্য গণ।

IMG 20251215 WA0086

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রয়াস এবং ভারতবর্ষীয় মারওয়ারী সমাজের প্রধান কর্মকর্তা মনমোহন গাড়োদিয়া ও শাম আগারওয়াল এছাড়াও ছিলেন নিতু শা,রাধা শ্রী,জ্যোতি গুপ্তা ও আরও অন্যান্য ব্যক্তিবর্গ । আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা শুধু বিবাহ আয়োজনেই সীমাবদ্ধ নন—নবদম্পতিদের পরবর্তী জীবনের সুরক্ষা, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সাহায্য প্রদানের ক্ষেত্রেও তাঁরা অঙ্গীকারবদ্ধ।

IMG 20251215 WA0093

More From Author

IMG 20251215 WA0072

Dabur Brings Ayurveda Closer to Modern Consumers with Contemporary Packaging & Awareness Drive

IMG 20251215 WA0105

54th Senior Men’s National Handball Championship 2025 Kicks Off at Chinsurah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *