IMG 20251201 WA0065

বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনের ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BHIA) আয়োজিত দুই দিনের এই প্রদর্শনীতে বাংলার সমৃদ্ধ হস্ততাঁত ও হস্তশিল্পের ঐতিহ্যকে সম্মান জানানো হয়েছে। কুটির শিল্প, শিল্পকলা ও হস্তশিল্পের প্রসারে নিবেদিত দেশের অন্যতম প্রাচীন ও সুপরিচিত সংস্থাগুলির মধ্যে BHIA একটি।

সংস্থার প্রথম সম্মানীয় সম্পাদক ছিলেন প্রখ্যাত শিল্পী শ্রী গগনেন্দ্রনাথ ঠাকুর। তাঁর নকশা করা প্রথম স্কার্ফটি, যার সৌন্দর্যে ফুটে উঠেছিল ঐতিহ্যবাহী শিল্পরীতি, এখনও অ্যাসোসিয়েশনের সংগ্রহে সযত্নে রক্ষিত আছে।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা অসংখ্য হস্তনির্মিত পণ্য উপস্থাপিত হয় শাড়ি, স্কার্ফ, গৃহসজ্জার সামগ্রী, বিছানার চাদর, গয়না, কারুকার্যমণ্ডিত মোমবাতি, মোড়া, হস্তনির্মিত ব্যাগ, কাশ্মীরি স্কার্ফ, শাল, জ্যাকেট এবং ডোকরার বিস্তৃত সংগ্রহও সহ আরও বহু শিল্পসম্ভার।

সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউকিকো ইউয়াসা, ব্রিজেট ভাসওয়ানি এবং সুইডেনের মাননীয় কনসাল টিনা নোবিস।

BHIA–র সম্পাদক মি. শংকর বোস জানান, “গত ১০৯ বছর ধরে BHIA শুধু হস্তশিল্পের প্রচারই করেনি, বরং দরিদ্র ও প্রান্তিক শিল্পীদের বাজার বিস্তারে এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করে এসেছে। আজ আমাদের ট্রেডমার্ক Linecot ও Roshanara ফ্যাব্রিকস, এবং কিংবদন্তি সূচিশিল্পে তৈরি বিছানার চাদরগুলি বারবার আমাদের গ্রাহকদের মন জয় করে চলেছে। পাশাপাশি রয়েছে সুতি ও রেশম সাড়ির বিশাল সংগ্রহ। আমাদের বহু-প্রজন্মের গ্রাহককুল এবং তাদের অকুণ্ঠ সমর্থন নিয়ে আমরা গর্বিত।”

ইউকিকো প্রদর্শনীতে পণ্যের বৈচিত্র্য দেখে অত্যন্ত আনন্দিত হন এবং জানান যে তিনি তাঁর আন্তর্জাতিক বন্ধুবান্ধবদের এখানে নিয়ে আসবেন কেনাকাটার জন্য।

বৃন্দা শ্রীনিবাসন বলেন, “বেঙ্গল হোম–এর মৃৎশিল্প, বস্ত্র, কিংবা হস্তনির্মিত আনুষঙ্গিক সামগ্রী—সবকিছুতেই এক বিশেষ আবেদন আছে। কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি হলো মহিলা শিল্পীদের জন্য প্রকৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই দায়বদ্ধতাই তাদের কাজকে আরও অর্থবহ করে তোলে।”

কুটির শিল্পকে সমর্থন ও উন্নয়ন করা, শিল্পীদের প্রয়োজনীয় সম্পদ ও বিপণন দক্ষতা প্রদান করা এবং ভারতের সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে, বেঙ্গল হোম আজও প্রতিষ্ঠাতা সদস্যদের সেই নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অবিচলভাবে কাজ করে চলেছে।

More From Author

IMG 20251126 WA0123

Record-Breaking Registrations Continue as Excitement Builds for the 10th Tata Steel World 25K Countdown

20251129

AROICON-The 45th Annual National Conference of the Association of Radiation Oncologists of India held in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *