পশ্চিমবঙ্গে কিসনা’র ষষ্ঠ এক্সক্লুসিভ শোরুমের আনুষ্ঠানিক সূচনা হলো সোদপুরে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

হরি কৃষ্ণ গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ ঘনশ্যাম ধোলকিয়া, হরি কৃষ্ণ এক্সপোর্টস-এর সিইও মিঃ পিন্টু ধোলকিয়া এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি গর্বের সাথে পশ্চিমবঙ্গে তাদের ষষ্ঠ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করল। নতুন এই শোরুমটি কলকাতার সোদপুরে অবস্থিত।

শুভ ‘দুর্গাপুজো’ মৌসুমকে সামনে রেখে কিসনা দিচ্ছে বিশেষ অফার—ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ ৭৫% ছাড় এবং গোল্ড জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ ২৫% ছাড়। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে থাকছে অতিরিক্ত ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিসনা আরও চালু করেছে বিশেষ ‘শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, যেখানে ক্রেতারা হিরে ও সোনার গহনা কিনে জিতে নিতে পারেন ১০০০+ স্কুটার এবং ২০০+ গাড়ি।

হরি কৃষ্ণ গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ ঘনশ্যাম ধোলকিয়া বলেন, “কলকাতা এক প্রাণবন্ত বাজার, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ সমন্বয় রয়েছে। সোদপুর আমাদের সুযোগ করে দিয়েছে নানা ধরনের ভোক্তাদের সেবা করার। ‘দুর্গাপুজো’র এই শুভ সময়ে শোরুম উদ্বোধন আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি নতুন সূচনা ও আনন্দের প্রতীক। এটি আমাদের ভিশন ‘হর ঘর কিষ্ণা’-এর সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ—যেখানে আমরা ভারতের দ্রুততম বর্ধনশীল জুয়েলারি ব্র্যান্ড হিসেবে প্রতিটি নারীর হিরের গহনা পরার স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

কিসনা’র ডিরেক্টর মিঃ পরাগ শাহ যোগ করেন, “দুর্গাপুজো হলো সংস্কৃতি, ঐতিহ্য আর কালজয়ী শৈলীর উৎসব। সোদপুরে আমাদের নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে এই উৎসবকে আমরা আরও উজ্জ্বল করতে চাই। আমাদের অসাধারণ উৎসবকালীন সংগ্রহ আর আকর্ষণীয় অফার প্রতিটি ক্রেতার উৎসবে আনবে বাড়তি ঝলক আর স্মরণীয় মুহূর্ত।”

কিসনা’র ফ্র্যাঞ্চাইজি পার্টনার মিঃ অন্তু নারায়ণ চৌধুরী বলেন, “কিসনা’র সঙ্গে যুক্ত হয়ে আমরা সোদপুরের গ্রাহকদের সামনে হাজির করছি এক অনন্য জুয়েলারি অভিজ্ঞতা—যেখানে আছে মৌলিকতা, নিখুঁত কারুকাজ আর উৎসবের আভিজাত্য। ‘দুর্গাপুজো’ উপলক্ষে এই উদ্বোধন আমাদের কাছে বিশেষ আনন্দের, কারণ আমরা ভোক্তাদের এমন ডিজাইন দিতে চাই যা তাদের উৎসবকে আরও সমৃদ্ধ করবে।”

সমাজকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে, কিসনা লঞ্চ ইভেন্টে একটি রক্তদান শিবিরের আয়োজন করে এবং সুবিধাবঞ্চিতদের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

More From Author

ITC Candyman Introduces AI Powered, Personalised Storybooks “Once Upon a Time by Candyman”

Big News for Digital Entrepreneurs: Cashfree Payments Celebrates Its 10-Year Milestone by Announcing Best Payment Gateway Rates For Startups In India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *