চাইনিজ ওয়ক এবং চিরকুট অফিসিয়ালের পুজোর নিবেদন – সুর ও স্বাদের মিলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভারতের সবচেয়ে বড় দেশীয় চাইনিজ কিউএসআর ব্র্যান্ড চাইনিজ ওয়ক পূর্ব ভারতে এক বিশেষ সাংস্কৃতিক সহযোগিতার সূচনা করল। কলকাতার চিনার পার্ক রেস্টুরেন্টে তারা লঞ্চ করল চিরকুট অফিসিয়াল-এর নতুন মিউজিক ভিডিও। খাবার, গান আর উৎসব, এই তিনকে একত্রিত করে পুজোর উজ্জ্বলতা ফুটিয়ে তোলা হলো Gen Z ও মিলেনিয়াল প্রজন্মের জন্যে।

সন্ধ্যার বিশেষ আয়োজন জমে উঠেছিল ব্যান্ড চিরকুট অফিসিয়াল, অভিনেতা সৌম্য মুখার্জী ও অরুণিমা, আর কণ্ঠশিল্পী দেবায়ন ব্যানার্জী, শুভম মিত্র ও সৃজিতা মিত্র-এর উপস্থিতিতে। দর্শক ও সাংবাদিকরা উপভোগ করলেন লাইভ পারফরম্যান্স, মিউজিক ভিডিওর এক্সক্লুসিভ স্ক্রিনিং, শিল্পীদের সঙ্গে ছবি তোলার সুযোগ এবং চাইনিজ ওয়কের জনপ্রিয় দেশীয় চাইনিজ খাবার। সত্যিই স্বাদ ও উৎসবের এক দারুণ মেলবন্ধন ঘটেছিল।

এই সহযোগিতা দেখিয়ে দিল যে, চাইনিজ ওয়ক কেবল খাবারের ব্র্যান্ড নয়, বরং ভারতীয় উৎসবের সংস্কৃতিরও অংশ হয়ে উঠতে চায়। বিশেষ করে, পূর্ব ভারতে তাদের উপস্থিতি বাড়ানোর সময়ে এই উদ্যোগ এক নতুন মাত্রা যোগ করল। কলকাতার তরুণদের সঙ্গে খাবার ও সঙ্গীতের এই সংযোগ তাদের আবেগকে আরও দৃঢ় করবে দুর্গাপুজোয়, যে সময় ভালো খাবার আর একসঙ্গে থাকার আনন্দই আসল উদযাপন।

লঞ্চ উপলক্ষে লেনেক্সিস ফুডওয়ার্কস-এর ফাউন্ডার ও ডিরেক্টর আয়ুষ মধুসূদন আগরওয়াল বলেন, “কলকাতা সবসময়ই সাংস্কৃতিক রাজধানী, আর দুর্গাপুজো হল মিলন ও আনন্দের প্রতীক। চাইনিজ ওয়ক-এ আমরা সবাই গর্বিত যে আমরা আমাদের ১০ বছরের যাত্রাপথ উদযাপন করছি খাবার ও সঙ্গীতের মাধ্যমে এই শক্তির অংশ হয়ে। চিরকুট অফিসিয়ালের সঙ্গে এই সহযোগিতায় আমাদের প্রচেষ্টা পুজোকে নতুন করে বাঁচিয়ে তোলা—স্বাদ, গল্প আর সংযোগের মাধ্যমে যা আজকের প্রজন্মকে নাড়া দেয়। আমরা যখন পূর্ব ভারতে আরও বিস্তার করছি, তখন শুধু ডাইনিং নয়, এমন অভিজ্ঞতা তৈরি করতে চাই যা মানুষকে আনন্দ, নস্টালজিয়া আর একসাথে থাকার উষ্ণতা এনে দেবে।”

এই সহযোগিতার মাধ্যমে চাইনিজ ওয়ক শুধু পূর্ব ভারতে তাদের উপস্থিতি জোরদার করল না, একইসঙ্গে দেখিয়ে দিল কিভাবে খাবার ও সংস্কৃতি একসাথে মিশে মানুষের মনে পুজোর মরসুমকে আরও স্মরণীয় করে তুলতে পারে।

Video Link – https://www.youtube.com/watch?v=yD0dpeS1eak

More From Author

সল্টলেকের রূপকলা কেন্দ্রে স্পেশাল স্ক্রিনিং হল বাংলা ছায়াছবি “কফি হাউস” এর

Croma announces iPhone 17 offers across stores, TRiBE by Croma, Croma.com and Tata Neu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *