পালিত হলো ইঞ্জিনিয়ারস দিবস আয়োজনে “প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সাড়ম্বরের মধ্য দিয়ে পালিত হয়েছে ইঞ্জিনিয়ার্স’ ডে। ভারতরত্ন স্যার মোকশাগুন্ডম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন উপলক্ষে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের

উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সুজিত বসু, মানস ভূঁইয়া, পুলক রায়, বিধায়ক দেবাশীষ কুমার, প্রতাপ নায়েক,ত্রিদিব চ্যাটার্জী, সংস্থার পক্ষ থেকে সুব্রত ঘোষ, অনির্বাণ ওঝা সহ একাধিক ইঞ্জিনিয়াররা উপস্থিতিতে অনুষ্ঠানের আবহ

ছিল উৎসবমুখর। প্রকৌশলীদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি রাজ্যে বিশেষ তাৎপর্য এনে দিল বলে মনে করা হয়।

More From Author

Tata Tea Gold Unveils Banglar Shilpi Shojjito Pujo — A Festive Tribute to West Bengal’s Art and Culture this Durga Pujo

পুরুষদের ভারতীয় পোশাকের ব্র্যান্ড তাসভা, বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বরীর সাথে কলকাতার রাসবিহারীতে তাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *