অ্যাপোলো হসপিটাল চেন্নাই ডিসেম্বরে রাজ্যে আরও দুটি চিকিৎসা কেন্দ্র খুলবে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ও ডায়মণ্ডহারবারে আরো দুটো রোগনির্ণয় তথা চিকিৎসা কেন্দ্র খুলতে চলেছে ‘অ্যাপোলো হসপিটাল চেন্নাই’,” বলে ঘোষণা করলেন ‘অ্যাপোলো হসপিটাল চেন্নাই’-এর অন্যতম উপমুখ্য প্রবন্ধক ডাঃ নারায়ণ মিত্র।
আজ কলকাতায় হাসপাতালের কার্ডিয়াক এবং অর্থোপেডিক বিভাগের দুই চিকিৎসককে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনের শেষে তিনি এই কথা বলেন। বলে রাখা ভালো, এই মুহূর্তে ডাঃ মিত্র-র নিয়ন্ত্রণাধীন ক্ষেত্রে ‘অ্যাপোলো হসপিটাল চেন্নাই’-এর ২৩ টা রোগনির্ণয় তথা চিকিৎসা কেন্দ্র রয়েছে।
আজ দুপুরে ‘অ্যাপোলো হসপিটাল চেন্নাই’-এর কার্ডিয়োলজি বিভাগের বরিষ্ঠ চিকিৎসক রেফাই শওকতআলী এবং অর্থোপেডিক বিভাগের বরিষ্ঠ শল্য চিকিৎসক কুণাল প্যাটেল কে পাশে বসিয়ে নিয়ে ডাঃ মিত্র সংবাদমাধ্যমের সামনে আজ ‘অ্যাপোলো হসপিটাল চেন্নাই’-এর বিবিধ পরিষেবা ও কার্যাবলী পুনরায় তুলে ধরেন।
বলে রাখা ভালো, অ্যাপোলো হসপিটাল চেন্নাই-এর কার্ডিয়াক বিভাগের অন্যতম বরিষ্ঠ চিকিৎসক ডাঃ রেফাই শওকতআলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রক্তের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক উচ্চ চাপ-এর উপর তামিলনাড়ুতে করা ‘নোভেল ক্যাথিটার-বেসড থেরাপি’ ও ‘অর্বিটাল অ্যাথেরেকটমি’ এবং অর্থোপেডিক বিভাগের বরিষ্ঠ শল্য চিকিৎসক কুণাল প্যাটেল রোবটিক শল্য চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে নানান তথ্য প্রদান করেন।

More From Author

তনিশ্ক্ লঞ্চ করল ‘আবাহন’ কালেকশন: বাংলার আত্মা ও উৎসবের মেলবন্ধন

ECOLOO offers sustainable sanitation for a water-stressed World

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *