নিজস্ব প্রতিনিধি –
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস অবলম্বনে “দেবী চৌধুরানী” সিনেমার প্রমোশন হয়েগেলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে। ‘বেন্ডিট কুইন অফ বেঙ্গল’ খ্যাত দেবী চৌধুরানী চরিত্র নিয়ে তৈরি এই সিনেমার প্রমোশন অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বা দা এবং শ্রাবন্তী।
শুভ্রজিৎ মিত্রের এই সিনেমার প্রমোশন উপলক্ষে দিন কয়েক ধরে নবাগত ছাত্রছাত্রীদের পাশাপাশি বর্তমান পড়ুয়াদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আর তাই এদিন সন্ধ্যায় সিনেমা প্রমোশনের অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েক হাজার ছাত্রছাত্রী।

জেন জেড প্রজন্মের সামনে দেবী চৌধুরানী সিনেমা নিয়ে কথা বলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী। বাংলার অভুলা ইতিহাস কে এই প্রজন্মের সামনে যে ভাবে উপস্থাপন করা হয়েছে তা নিজের চোখে দেখার জন্য জেন জি কে আবেদন করেন দুই অভিনেতা ও অভিনেত্রী।
প্রমোশনের এই অনুষ্ঠানে অভিনেতা এবং অভিনেত্রীকে দেখার জন্য স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আসা যাওয়ার পথে দর্শকদের ভিড় ছিল দেখার মত।
প্রমোশনের এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাজির ছিলেন উপাচার্য অধ্যাপক সুব্রত কুমার দে, সিওও সৌরভ অধিকারী, রেজিস্ট্রার পিনাক পানি নাথ, বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাবের মেন্টার তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহানা বক্সি, মিউজিক ক্লাবের অতিথি অধ্যাপিকা সৌমী ভট্টাচার্য, ডিন নিমাই চন্দ্র সাহা, ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অভিষেক ধর এবং শুভম ভট্টাচার্য, ডেপুটি কন্ট্রোলার অফ একজামিনেশন সৌরভ সাহা প্রমুখ।