জম্মু ও উত্তর কাশীতে বর্ষনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে ভারত সেবাশ্রম সংঘ

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভারী বৃষ্টিতে জম্মু ও উত্তর কাশীতে একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘ। ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখা ও উত্তর কাশির আশ্রমের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা দুর্গত পরিবারগুলিকে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিগত কয়েকদিন ধরে।
জম্মুতে এই কাজে সহযোগীতা করতে উপস্থিত

ছিলেন জুগল কিশোর শর্মা এবং জম্মুর প্রাক্তন মেয়র চন্দ্র মোহন গুপ্ত। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি কিশনপুর, কানহা পোতা, কনইয়ালা, ছুর্তা, ঝাঝর কোটলি, মান্ড, দানসাল এবং বজালতা তে বসবাসকারী পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে শুকনো খাবাত,রেসন ও ত্রিপল।
ভারত সেবাশ্রম সংঘের জম্মু-কাশ্মীর শাখার সম্পাদক শ্রীমৎ স্বামী সত্যমিত্রানন্দজি মহারাজ বলেন,
“আমাদের উদ্দেশ্য বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। এই ত্রাণসামগ্রী হয়তো সীমিত, তবে তা পরিবারগুলিকে তাত্ক্ষণিক চাহিদা মেটাতে এবং বিপর্যয় থেকে সামলে উঠতে সাহায্য করবে।”
সংসদ সদস্য জুগল কিশোর শর্মা বলেন,
“অতিবৃষ্টির ফলে গ্রামের মানুষ ভীষণ কষ্টে আছেন। এই সাহায্য তাদের কাজে লাগবে।


প্রাক্তন মেয়র চন্দ্র মোহন গুপ্ত বলেন,
স্থানীয় প্রশাসন ও নাগরিকদের আহ্বান জানাই যেন এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দুর্গত এলাকার মানুষদের উদ্দ্বার কাজের পাশাপাশি তাদের জামা কাপড়, খাবার, ত্রিপল সহ সব ধরনের প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে সঙ্ঘের পক্ষ থেকে।

More From Author

Wobble Displays makes History with India’s Biggest Ever Television: The Wobble Maximus Series 116.5-Inch Google TV 5.0

DURGA PUJA 2025 OFFERS AT ICONIC IHCL HOTELS UNVEILED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *