শিক্ষক দিবসের দিন সংবেদনের বিশেষ ছাত্র ছাত্রীদের ও শিক্ষকদের সম্বর্ধনা দিলেন ঝর্ণা ভট্টাচার্য্য – এর সরস্বতী ভাণ্ডার

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শিক্ষক হলেন এমন একটি কম্পাস যা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, জ্ঞান এবং প্রজ্ঞার চুম্বককে সক্রিয় করে। আর সেই শিক্ষক যদি সমাজে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের শিক্ষক হন তাহলে তাঁরাও আমাদের সমাজের বিশেষ শিক্ষক কারণ বিনা পারিশ্রমিকে নিরলস বাচ্চাদের মন শরীর বুঝে তাঁরা বাচ্চাগুলোর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।কিন্তু ভেবে

দেখেছেন শিক্ষক দিবসে তাঁদের অবদানের কথা কতজন মনে রাখি? কতজন সংবর্ধিত হয় সমাজের কাছে। আসলে প্রদীপের নিচটা অন্ধকার থেকে যায়। তবে সরস্বতী ভাণ্ডার শিক্ষার জন্য সমাজের কল্যাণে প্রয়োজনে অন্যধারায় ভেবেছেন ,স্রোতের বিপরীতে কাজ করেছেন। আর তাই ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সংবেদনের বিশেষ ছাত্র ছাত্রীদের শিক্ষকদের সম্বর্ধনা দিলেন ঝর্ণা ভট্টাচার্য্য – এর সরস্বতী ভাণ্ডার, সংবেদনের কর্মকর্তাদের হতে তুলে দিলেন বাচ্চাদের প্রয়োজনীয় কিছু উপহার। কবি

সাহিত্যিক গীতিকার ঝর্ণার মতে ” যাঁদের ওপর আলো পরে না তাঁদের কাছে আলো পৌঁছে দেওয়া সরস্বতী ভাণ্ডার- এর লক্ষ্য” উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ বেনেভোলেনস,mckv সিইও পার্থ সারথি চক্রবর্তী ,সৌরভ সাহা চৌধুরী আইনজীবী , জাতীয় সভাপতি (WHRPC),উপস্থিত ছিলেন অরূপ রতন আচার্য(Head of the Department
Journalism & Mass Communication
Seth Anandram Jaipuria College),, সমিত সাহা সহ আরো বহু গুনী ব্যক্তি ও শিক্ষক যাঁদের সম্বর্ধনা দেন সরস্বতী ভাণ্ডারের প্রতিষ্ঠাতা ঝর্ণা ভট্টাচার্য্য।

More From Author

Shri Ram Katha Program held at Satsang Bhavan in Kolkata

Sharad Srijoni Samman & Khushee Initiative: Celebrating Creativity and Compassion This Durga Puja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *