নিজস্ব প্রতিনিধি –
আমার চ্যানেলে ‘হ্যালো কলকাতা লাইভ’ নামে একটি টিভি অনুষ্ঠানের সময় সমাজ বিজ্ঞানী ডঃ তাপস দেকে একটি বই দিয়ে সম্মানিত করা হয়।
বিশেষ অতিথি ডঃ হৃদয় হালদার (সভাপতি, জ্যোতিষী কল্যাণ সমিতি) এবং প্রজ্ঞা (সিনিয়র সমন্বয়কারী) তাদের সংগঠন সম্পর্কে বক্তব্য রাখেন।
টিভি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যালো কলকাতার সম্পাদক-পরিচালক (থ্রি-ডাইমেনশনাল নিউজ-মিডিয়া, ইভেন্টস, পিআর এবং ফিল্মস) আশিস বসাক।