নিজস্ব প্রতিনিধি –
‘HELLO Kolkata’ (3D News, Events, Promotions & Films) আইনি
এবং সমাজকল্যাণে একাধিক কৃতিত্বের জন্য অ্যাডভোকেট মিতা ব্যানার্জীকে সম্মানিত করেছে।
মিতা ব্যানার্জী কলকাতা হাইকোর্টের একজন বিখ্যাত আইনজীবী, ‘পদ্মশ্রী ২০২৪ এবং ২০২৫’ মনোনীত, একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী এবং দাবিহীন মৃতদেহের শেষকৃত্যের শিল্পী।
সম্মাননা অনুষ্ঠানে অধ্যাপক ডঃ রাজ কুমার কোঠারি (উপাচার্য – সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, কলকাতা), অমিত কুমার (হিসাবরক্ষক –
বিহার রেজিমেন্টের ১৫তম ব্যাটালিয়ন, ভারতীয় সেনাবাহিনী), যোগ-গুরু ভারতশ্রী চন্দন দাস, অ্যাডভোকেট বরুন রায়, কবি সংগীতা দাস, Pranati Saha, Adv. Basudeo Agarwal এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হ্যালো কলকাতার সম্পাদক-পরিচালক আশিস বসাক, মিতার হাতে প্রশংসাপত্র এবং স্মারক তুলে দেন এবং বলেন যে সকলেই মিতার আরও বেশি সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।