Sunday, 24 September 2023
Trending

বিনোদন

শুটিং শুরু হতে চলেছে বাংলা ছায়াছবি “চুপি চুপি ভালোবাসা”-র

নিজস্ব প্রতিনিধি –

“আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন বাংলা কাহিনীচিত্র ‘চুপি চুপি ভালোবাসা’-র দৃশ্যগ্রহণ পর্ব,” এমনটাই জানিয়েছেন এই চলচ্চিত্রের নির্দেশক তাপস দত্ত।
বলে রাখা ভালো, এটা তাপস দত্ত-র সপ্তম কাহিনী চিত্র।

প্রেস ক্লাব কোলকাতা-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিতি থেকে এই কথা জানান চলচ্চিত্র নির্দেশক।

চলচ্চিত্র নির্দেশক আরো জানিয়েছেন, ‘যোশী প্রোডাকশন হাউজ’ নিবেদিত নতুন ধরণের বাংলা কাহিনীচিত্র তৈরি হবে বাংলা চলচ্চিত্র জগতের নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীর সমন্বয়ে।”

‘যোশী প্রোডাকশন হাউজ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই কাহিনীচিত্রে রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা-র পাশাপাশি দেখা যাবে রোহন ভট্টাচার্য, মহুয়া মিশ্র, ঋদ্ধিকা মণ্ডলের মতো শিল্পীদের।”

‘চুপি চুপি ভালোবাসা’-র কার্যনির্বাহী প্রযোজক এবং সহ নির্দেশক ফ্রাঙ্কো বারেসিয়া জানিয়েছেন, “কোলকাতা, মেদিনীপুর সহ উত্তরবঙ্গের পটভূমিতে এই চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ করা হবে। আনুমানিক ২ ঘণ্টা ১০ মিনিটের এই কাহিনীচিত্রে ৫ টা গানও থাকবে।”

এই কাহিনীচিত্রের কাহিনীকার ও চিত্রনাট্য তাপস দত্ত-র লেখা হলেও এই মুহূর্তে কাহিনীর বিষয় বস্তু গণমাধ্যমের সামনে প্রকাশ করতে চাননি এই কাহিনীচিত্রের নির্দেশক।

 

Related posts
বিনোদন

সংগীতশিল্পী রাজশ্রী বাগ ও দিবাকর সাহার পুজোর গানের মিউজিক ভিডিও রেকর্ডিং হয়ে গেল সম্প্রতি

নিজস্ব প্রতিনিধি – শারদীয়…
Read more
বিনোদন

পুজোয় সঙ্গীত শিল্পী শুভজিৎ এর নতুন বাংলা গান "অভিমানী"

নিজস্ব প্রতিনিধি – রবিবার স্টুডি…
Read more
বিনোদন

বর্ন ২ ডান্স ড্যান্সার'স প্যারাডাইস গ্র্যান্ড ফিনালে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কলকাতায়

নিজস্ব প্রতিনিধি – ভারতের সবচেয়ে…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *