নিজস্ব প্রতিনিধি –
কোলকাতার এক প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পেল ‘স্বভূমি এন্টারটেনমেন্ট’ নিবেদিত পায়েল চৌধুরী নির্দেশিত পূর্ণ দৈর্ঘ্যের দ্বিভাষিক কাহিনীচিত্র ‘দ্য ন্যাকেড স্টোরী’-র হিন্দী রূপ।
ডাঃ প্রবীর ভৌমিক-এর কাহিনী অবলম্বনে ‘দ্য ন্যাকেড স্টোরী’-র চিত্ররূপ দিয়েছেন নির্দেশক পায়েল চৌধুরী।
আজ ‘বিশ্ব দর্পণ’-কে দেওয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে নির্দেশক পায়েল চৌধুরী জানিয়েছেন, ” দ্য ন্যাকেড স্টোরী মূলতঃ সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার। এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পায়েল চক্রবর্তী। কিন্তু চলচ্চিত্রের মুক্তি তিনি নিজের চোখে দেখে যেতে পারলেন না।”
প্রযোজনা সংস্থা থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “এটা এমন এক মেয়ের জীবন কাহিনী যাঁকে জীবনের শৈশব থেকে নানাবিধ নিপীড়ন সহ্য করতে হয়েছে।
শিশু শোষণ (Child Extortion), গার্হস্থ্য সহিংসতা (Domestic Violence), অবৈধ শোষণ (Illegal Extortion), যৌন অভিযোজন সম্পর্কিত সমস্যা (Sexual Orientation Crisis) ও সমকামী প্রেম (Lesbian Love) এই চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য।”
‘দ্য ন্যাকেট স্টোরি’ নামকরণটি ছবিতে রূপক হিসেবে ব্যবহার হয়েছে। আসলে চলচ্চিত্রে সমাজের সার্বিক উলঙ্গ দশাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এ এমন এক মেয়ের জীবন কাহিনী যে শৈশবে পিতৃগৃহে নিকটাত্মীয়র যৌন লালসার শিকার, যৌবনে শ্বশুরবাড়িতে গিয়ে গার্হস্থ্য সহিংসতা ও নানাবিধ অবৈধ শোষণের শিকার। সামান্য একটু সহানুভূতি ও ভালবাসা পাওয়ার আকাঙ্ক্ষা একজন নারীকে যে কী রূপে কাঙাল করতে পারে এ কাহিনীচিত্র যেন সেই দিকেই সমাজের দৃষ্টি আকর্ষণ করছে।
ছবিতে অভিনয় করেছেন পায়েল চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, জিৎ চক্রবর্তী, মৃণালিনী চট্টোপাধ্যায়,সমর্পিতা বোস,প্রিয়ন্তিকা কর্মকার,যশবন্ত বিশ্বাস প্রমুখ।