নিজস্ব প্রতিনিধি –
অম্বরিশ সাহা একজন হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। তবে ছোট থেকেই সমাজ সেবা করার চেষ্টা করেন তিনি। তাই প্রতিষ্ঠা করেন শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন নামে NGO । সমাজে শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি করায় তার লক্ষ্য। তাই কম দামে মধ্যবিত্ত মানুষের জন্য এবং শৈশবের বাচ্ছাদের ভবিষ্যতে কর্মসংস্থান গড়ে তোলার জন্য তৈরি করলেন
মধ্যমগ্রামে হোলসেল বাজার। যেখানে ৯৯ থেকে ৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে উচ্চ মানের জামা কাপড়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও টেবিল টেনিস তারকা সিন্দ্রেলা দাস।শৈশবের ছোট বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দেন উপস্থিত অতিথিরা।