নিজস্ব প্রতিনিধি –
কলকাতা আন্তর্জাতিক বইমেলা আরও একবার সাক্ষী রইল গান, সাহিত্যর কোনও সীমারেখা থাকে না। ইন্দো বাংলাদেশ অ্যালবাম ধুন প্রকাশিত হল ২৭ সে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রাঙ্গণে। প্রখ্যাত সুরকার ঋষি কুমার চ্যাটার্জীর হাতে সাজানো এই অ্যালবাম, শব্দ বুনেছেন অদৃতা ঝিনুক।
ধুন নিছক এক অ্যালবাম নয়। এ এক সঙ্গীতের যাত্রা যা ভারত – বাংলাদেশ দুই দেশের আবেগকে তুলে ধরে। দুটি আলাদা দেশ, দুই পৃথক সংস্কৃতি সঙ্গীতের মাধ্যমে আবার কাছে এলো।
ছয়টি গান রয়েছে অ্যালবামে। ভারতের প্রিয়াঙ্কা মান্না গেয়েছেন ‘Dooriyan’ ‘In Wadiyon’, বাংলাদেশের রুমা খালেদ গেয়েছেন ‘Kahta hai dil’, ‘Rahe meri’ বাংলাদেশের S.M. Khaled গেয়েছেন ‘Zindagu gai ek safar’, ‘Itni Si Tujhe’।
ঋষি কুমার জানিয়েছেন YRF ( Yash raj Film ) স্টুডিও তে সব গানের রেকর্ডিং হয়েছে এবং ভারত বাংলাদেশের কাজে এটা একটা যুগান্তকারী ঘটনা। কিছু দিনের মধ্যেই অ্যালবামটি RkC Production এর ইউটিউব থেকে এবিং সমস্ত অডিও প্লাটফর্মে পাওয়া যাবে।