নিজস্ব প্রতিনিধি –
মুক্তির প্রহর গুনছে নবীন চিত্র পরিচালক অরিজিৎ-এর কাহিনীচিত্র জন্মান্তর। আসন্ন বাংলা নববর্ষের যে কোনো সময় বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে পারে এই কাহিনীচিত্র।
গতকাল সন্ধ্যায় গিরিশ পার্ক সংলগ্ন এক সম্মেলন কক্ষে জন্মান্তর-এর পোস্টার লঞ্চ-এর সাথে সাথে এই কাহিনীচিত্রের প্রথম টিজারও সামনে আনা হয়।
বলে রাখা ভালো, ‘পায়েল পাল প্রোডাকশন’ সম্প্রতি কোলকাতায় প্রথম বার স্বাধীন চিত্র পরিচালক এবং লেখক লেখিকাদের একই ছাদের তলায় সংঘবদ্ধ করার উদ্দেশ্যে ‘বেঙ্গল ফিল্ম লিট ফেস্টিভ্যাল’ আয়োজন করতে চলছে।
তারই অঙ্গ রূপে আজ নীলাক্ষী সেনগুপ্ত-র ‘মিটিং ইন দ্য মাউন্টেন’ এবং অরিজিৎ-এর জন্মান্তর চলচ্চিত্রের প্রথম রূপ প্রকাশ করা হল।
সাংবাদিক পায়েল পাল, অভিনেত্রী শ্রেয়া সরকার, মডেল রূপালী সরকার এবং শিক্ষিকা মমতা রায় সহ অন্যান্য একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং কলাকুশলীদের সামনে প্রকাশিত হয় পুনর্জন্ম সংক্রান্ত বাংলা চলচ্চিত্র ‘জন্মান্তর’-এর পোস্টার।