নিজস্ব প্রতিনিধি –
বাহাত্তর এর বাহারে পার্ক সার্কাস ময়দান এর দুর্গা পূজা শুভ সূচনা।
মাতৃ প্রতিমার মান উন্মোচন হচ্ছে প্রতিবছরের মতন চতুর্থী সন্ধায়। ক্লাব সভাপতি শ্রী দেবাশীষ কুমার এর উপস্থিতিতে প্রতিমার মান উন্মোচন হবে সাথেই শুরু হচ্ছে একমাস এর মেলা ।
এবারের বিশেষ আকর্ষণ ভাস্কর প্রদীপ রুদ্র পাল এর সাবেকি মাতৃ প্রতিমা যে মুখ দেখলে মনে পড়ে ওগো মা তোমায় দেখে দেখে আখি না ভোরে ।

মণ্ডপ গড়ে উঠছে তেলেঙ্গানার এক বিশেষ মন্দির এর আদলে বানাচ্ছেন “মহেশ ডেকরেটর” সাতে সাবেকি ঝাড়বাতি।প্রতি বছরের মতন আলোর সাজে সাজাচ্ছেন সাউন্ড মাস্টার।
পুজোর পাঁচদিন সন্ধ্যা আরতি তার পর সঙ্গিতিক অনুষ্ঠান ম্যাজিক শো আরো অনেক কিছু আপনাদের জন্য।
নবমীতে কুমারী পূজা সকলের উপস্থিতি একান্ত কাম্য, একদশির দিন সকালে সিঁদুর খেলা সর্বসাধারণের জন্য সাথেই ধুনুচি নাচের প্রতিযোগিতা।

একাদশীর দিন বিকেলে নিরঞ্জন শোভা যাত্রা পার্ক সার্কাস ময়দান থেকে শুরু হয়ে গড়িয়াহাট দেশপ্রিয় পার্ক রাসবিহারী এভিনিউ তে শেষ হবে তার পর বাজা কদমতলা ঘাট এ বিসর্জন সম্পন্ন হবে ।
কোজাগরী লক্ষী পূর্ণিমার পুজো সম্পন্ন হলে প্রতি শনি ও রবিবার গুলোয় মেলায় বিশেষ অনুষ্ঠান এর আযোজন থাকছে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানালেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অমিয় ভট্টাচার্য্য এবং শ্রী হেমন্ত দে মহাশয়।