নিজস্ব প্রতিনিধি –
২৪ মে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘ইপার ও ওপার বাংলা’ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে ‘অপু শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন’ (বাংলাদেশের জনপ্রিয় এনজিও) এবং হ্যালো কলকাতা (থ্রিডি নিউজ-মিডিয়া, ইভেন্টস অ্যান্ড ফিল্মস)।
অনুষ্ঠানে ঢাকার বিশেষ শিশুসহ ভারতীয় ও বাংলাদেশী উভয় শিল্পীর প্রতিভা প্রদর্শন করা হয় বলে জানিয়েছেন প্রধান সংগঠক ঝর্ণা সরকার। ভারত-বাংলাদেশের সামাজিক কল্যাণ উদ্যোগে অসামান্য অবদানের জন্য বিভিন্ন সেক্টরে 15 জন বাংলাদেশী অর্জনকারীকে সম্মানিত করা হয়েছে।
এই থিমের উপর, HELLO KOLKATA-এর সম্পাদক-পরিচালক, বিশিষ্ট সৃজনশীল উদ্যোক্তা আশিস বসাক শীঘ্রই একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করবেন।