Wednesday, 4 December 2024
Trending

লাইফ স্টাইল

ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জমকালো ফ্যাশন শো

নিজস্ব প্রতিনিধি –

‘সাউণ্ড অব সোম প্রোডাকশন’ আয়োজিত ‘এস ফ্যাক্টর’ আয়োজিত প্রথম ফ্যাশন শো-তে অংশ নিতে চলেছে একঝাঁক তরুণ-তরুণী প্রতিযোগী ও প্রতিযোগীরা। এই অনুষ্ঠানে উৎসাহ দিতে রাম্প উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী,” বলে জানিয়েছেন ফ্যাশন শো-র উদ্যোক্তা সোমক। আগামী ৭ ডিসেম্বর সমাজের বিভিন্ন স্তরের সন্তানদের উপস্থিতিতে দক্ষিণ কলকাতার ‘ই এম বাইপাস’ সংলগ্ন ‘ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব’-এ আয়োজিত হতে চলেছে এই ফ্যাশন শো। আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , “দেশের যেকোনো উৎসাহী মিস্টার (১৮ থেকে ৩০ বছর), মিস (১৮ থেকে ২৫ বছর) ও মিসেস (২৫ থেকে ৪০ বছর) বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শংসাপত্র সহ বিশেষ পুরস্কার, উপহার লাভ করতে পারেন।”
পাওয়া খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে থাকতে পারেন কলকাতার স্বনামধন্য আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।