৩১ তম চিত্র প্রদর্শনী শুরু হল আই,সি,সি,আরেদিবাকর চক্রবর্তীর৩১ তম চিত্র প্রদর্শনী শুরু হল আই,সি,সি,আরে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গ সরকারের কো-অপারেশন বিভাগের মন্ত্রী অরূপ রায়, ফাদার ডেভিস এসডিবি, ফাদার মণি ম্যানুয়াল সমাজকর্মী সীমা ভৌমিক সহ একাধিক শিল্প ও চিত্র প্রেমী মানুষের উপস্থিতিতে আইসিসিআর-এর যামিনী রায় আর্ট গ্যালারিতে শুরু হল চিত্রকর দিবাকর চক্রবর্তী-র ৩১ তম চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দিবাকর চক্রবর্তী জানান, “যত দিন যাচ্ছে আর্থসামাজিক পরিস্থিতির কারণে শহুরে নরনারীর দৈনন্দিন জীবন থেকে রঙ হারিয়ে তাঁরা অনেকটাই বিবর্ণ হয়ে পড়ছেন।”

প্রদর্শনীতে পঞ্চাশটার মতো চিত্র দেখা গেলেও রঙিন চিত্র-র পাশাপাশি প্রায় সম সংখ্যক সাদা কালো ছবির রাখার কারণ সম্পর্কে সাংবাদিকগণ জানতে চাইলে চিত্রকর দিবাকর চক্রবর্তী তাঁর মতামত জানতে গিয়ে বলেন, “সেক্টর ফাইভের তথ্য প্রযুক্তি শিল্পে কর্মরত একাধিক পুরুষ মহিলাদের

মুখাবয়বের ছবি এখানে রেখেছি। বিভিন্ন সময়ে তাঁদের সাথে কথা বলে বা তাঁদের কর্মক্লান্ত শরীর ও মুখ দেখে মনে হয়েছে বর্তমানে শহুরে নরনারীদের জীবন বড়োই বিবর্ণ হয়ে উঠেছে। সেই কারণেই আমার চিত্র প্রদর্শনীতে রঙিনের সাপেক্ষে প্রায় সমসংখ্যক সাদা কালো ছবিও স্থান পেয়েছে।”

More From Author

২রা এপ্রিল কলকাতার সার্কিট হাউসে প্রায় ১০০ জন চাকরীপ্রার্থী দের নিয়ে কোচিং ক্লাস ও মকটেষ্ট এর আয়োজন করলেন “প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন”

টাটা আইপিএল ২০২৩  সম্প্রচার করে বিপুল সাড়া পেল ডিজনি স্টার রেটিং ২৯% বাড়ল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *