হোটেল সোজার্ন-এ ফুড ফিয়েস্তা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সল্টলেক স্টেডিয়ামের কাছে KB 23-এ অবস্থিত HOTEL The SOJOURN, 15 এবং 16 এপ্রিল তার পশ হোটেল ভেন্যুতে একটি মেগা ফুড ফিয়েস্তার আয়োজন করছে৷
ঘোটি-বাটি ভুরি-ভোজ (ট্রান্স-বাংলা গুরমেট ফেস্ট)-এ দুই বাংলার পছন্দের আইটেম পাবেন মাত্র 1250 টাকায়। ভেজ, নন-ভেজ এবং মিষ্টি খাবার সহ বিভিন্ন ধরণের 25টিরও বেশি আইটেম থাকবে।
বাংলা নববর্ষ উপলক্ষে এই মেনু অবশ্যই সব বয়সের খাদ্যপ্রেমীদের আকর্ষণ করবে বলে জানিয়েছেন হোটেল দ্য সোজার্নের মালিক ইফতেখার রহমান শেখ।

More From Author

WBHIDCO in partnership with Powerbank sets up West Bengal’s largest Public Fast Charging Hub for EVs in New Town

” স্ত্রী শক্তি” উদযাপন করল শরণ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *