হারানো “কলিকাতা” দেখুন টিভি নাইন বাংলা নিউজ সিরি

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কেউ বলে শ্লোগান নগরী, কেউ বলে মিছিল নগরী, কেউ বা আবার বলে আনন্দের শহর। কিন্তু আজ একে স্মৃতির শহর বললেও খুব ভুল হবে না।

কতকিছু যে হারিয়ে গেছে কলকাতা থেকে, ইয়ত্তা নেই তার। যা একদিন মিশে ছিল রোজকার বেঁচে থাকায়। হারিয়ে গেছে ভোরের ট্রাম, দুপুরের নিঝুম গলিতে ফেরিওয়ালার

ডাক, হারিয়ে গেছে রেকর্ডের গান আরো কত কী!

কিন্তু যা হারাল তা কি একেবারেই হারাল? কোথাও কি কোনো চিহ্ন থাকল না তার?

এবারের নিউজ সিরিজে তারই খোঁজ করব আমরা। কলকাতার রাজপথ আর অলিগলিতে।

এবারের নিউজ সিরিজে দেখুন, ‘হারানো কলিকাতা’ রবিবার, ৫ মার্চ, রাত ১০টা, টিভি নাইন বাংলায়

More From Author

Apollo partners with LifeSigns to donate 1000 remote patient monitoring patches to support Turkey after the disaster

This Women’s Day, celebrate self-love with stunning platinum jewellery from Platinum EVARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *