Thursday, 19 September 2024
Trending

লাইফ স্টাইল

” স্ত্রী শক্তি” উদযাপন করল শরণ্যা

নিজস্ব প্রতিনিধি –

এই অনুষ্ঠানে  ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা, সমাজকর্মী এবং অন্যান্য মান্যগণ্য অভ্যাগতরাও, তাঁদের উজ্জ্বল উপস্থিতি তারকাখচিত  করে তুলল শরণ্যা সিজন থ্রির মঞ্চকে- অ্যানবি এন্টারটেইনমেন্ট-এর সিএসআর অর্থাৎ সামাজিক দায়িত্বপালন উদ্যোগের তৃতীয় সংস্করণের ঝলমলে অনুষ্ঠানটিকে- যেটি আজ কলকাতায় অনুষ্ঠিত হল।

শরণ্যা থ্রি-র মূল ভাবনা `শোভনতা,সামর্থ্য এবং মর্যাদার সঙ্গে যে সকল নারী নিজের জীবনের যাত্রাপথ ইউনিফর্ম  পরিহিত হয়ে বা না হয়ে পাড়ি দিচ্ছেন তাঁদের সাফল্যের উদযাপন।

অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলেন চিন গণপ্রজাতন্ত্রের কলকাতা দূতাবাসের মাননীয় কনসাল জেনারেল ঝা লিউ, সেইসঙ্গে উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী সুরেশ সেঠিয়া এবং ইমরান জাকি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও। প্রত্যেককে সাদর অভ্যর্থনা করা হয় আয়োজকদের তরফ থেকে। সামাজিক বিষয়ভাবনাকে সামনে রেখে একটি র‍্যাম্প শো,একটি নৃত্যনাট্য এবং শরণ্যা সিজন থ্রি-র সংবর্ধনাপ্রাপকদের সম্মানজ্ঞাপন ছিল এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ।

যেসকল কৃতী মহিলা সম্মানিত হলেন তাঁরা হলেন শ্রীমতী সোমা ঘোষ (অ্যাডভোকেট), শ্রীমতী শকুন্তলা (ফুটস্টেপ ফাউন্ডেশন-এর ম্যানেজিং ট্রাস্টি), ডা. সায়ন্তনী সেনগুপ্তা (চিকিৎসক), প্রিয়াঙ্কা (মাস্টার শেফ), শ্রীমতী মণিকা পরাশরী লাহিড়ী (ব্রডকাস্টিং নেটওয়ার্ক-র সিওও), শান্তি দাস (পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল  এসপি), ভামা গৌর(প্রাক্তন নেভি অফিসার), শ্রী সেন চ্যাটার্জি( একটি বেসরকারি  ব্যাঙ্ক-এর ডিরেক্টর) এবং রুমকি মণ্ডল (উবের চালক)। পুরুষদের মধ্যে সংবর্ধিত  হলে শ্রী অহীন্দ্রভূষণ সাহা এবং ডা. গৌরব কোচার।

শরণ্যা সাম্যের সমর্থক,কলকাতাভিত্তিক এই এনজিও চায় প্রত্যেক নারী নিজ সামর্থ্য,  শ্রদ্ধা  ও মর্যাদা অনুসারে স্বাধীনভাবে শুধু জীবন কাটাবেন তাই নয়, তাঁরা শিক্ষার ও কর্মের ক্ষেত্রে সমান সুযোগ,  সমানাধিকার ও মর্যাদাভোগ করতে পারবেন – আর সেই নিশ্চিতি আদায়ের লড়াইয়ে শরণ্যার অনিতা দত্ত, সৌমী দত্ত এবং স্বাগতা পাল অবিশ্রান্ত। শরণ্যা চায় সমাজের সকল অংশ সমান ব্যবহার পাক, আর সেই সচেতনতা ও নিশ্চিতি দিতেই তাঁরা অক্লান্তকর্মা। 

তাঁর জনপ্রিয় স্পা চেন এবং হসপিটালিটি উদ্যোগ ‘অভেদা অ্যান্ড লাক্সারি হোটেলস’ এবং ‘অভিস ইন’-এর মতো, স্বপ্রতিষ্ঠ উদ্যোগপতি অনিতা দত্ত শরণ্যারও মূল স্থপতি। স্বভাবতই সামাজিক কল্যাণমূলক কাজকর্মে অনিতার অবিরত জড়িয়ে থাকা থেকেই শরণ্যার সৃজন,- যে এনজিও নারীর ক্ষমতায়ন এবং অন্যান্য সমাজকল্যাণ কার্যে যুক্ত।

রয়েছেন সৌমী দত্ত,  অ্যানবি এন্টারটেইনমেন্ট এবং শরণ্যা  উভয়েরই যিনি ক্রিয়েটিভ  ডিরেক্টর।, ২০২১-এর কুইন অফ এশিয়া এবং ২০১৯-২০ মিস ইন্ডিয়া  ইউনিভার্স (কলকাতা) তিনি। সৌমী আকার এবং মার্সি অ্যান্ড ভিশন এনজিওর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও।

শরণ্যার স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং অ্যানবি এন্টারটেইনমেন্ট-এর শো কোরিওগ্রাফার  হলেন স্বাগতা পাল।স্বাগতা  মিস ইন্ডিয়া  ইস্ট আইএবি ২০১৯ – এর বিজয়ী,  টিচ এনজিও-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং কর্পোরেট পেশাদারি জগতে যুক্ত ব্যক্তিত্ব।

 

Related posts
লাইফ স্টাইল

Kolkata to Witness B Praak's Mesmerizing Performance at 'Kolkata Odyssey' on October 20 Th

Staff Reporter – The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as…
Read more
লাইফ স্টাইল

সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো দীঘায়

নিজস্ব প্রতিনিধি – নিউ দীঘার…
Read more
লাইফ স্টাইল

কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী রূপে 'লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪'-এ সম্মানিত হলেন শ্রী অনুপম হালদার

নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *