Monday, 25 September 2023
Trending

উৎসব

সোনারপুর সৃজনকথা’র রবি প্রণাম 

নিজস্ব প্রতিনিধি –

সোনারপুর সৃজনকথা’র উদ্যোগে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ১৬২ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করলেন শিক্ষয়িত্রী সীমা মজুমদার। অংশগ্রহণ করলো দিয়া, সৌর্যকান্ত, শ্রেয়া,

স্নিগ্ধা, প্রীতম, অভিজিৎ, উজ্জ্বল, তৃষা, শুভশ্রী, প্রদীপ্তা, সৌমজিৎ, প্রিয়াংশু, আয়ান, শ্রীকন্যা, পৃথ্বীরাজ, আরাধ্যা, তৃষানজিৎ এবং প্রাজক। সংগীত, আবৃত্তি ও নৃত্যে সবাই শ্রদ্ধা

জানালেন প্রাণের কবি রবি ঠাকুরকে। সংগীত পরিবেশনের পূর্বে শিক্ষয়িত্রী সীমা মজুমদার জানালেন, শিশুদের মধ্যে রবীন্দ্র চেতনা গড়ে তুলতেই এই আয়োজন ও উদযাপন।

 

Related posts
উৎসব

চন্দ্রযান-৩ থিমের মাধ্যমে গণেশ পুজোর উদযাপন করল ভিআইপি রোড বাগুইআটির এক্সিকিউটিভ প্যালেস কমপ্লেক্স

নিজস্ব প্রতিনিধি – গণেশ চতুর্থী হল…
Read more
উৎসব

সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি – ধর্মীয় পরম্পরা…
Read more
উৎসব

গোমেশ লেন শিয়ালদহের প্রবীণ নবীন সংঘের গণেশ পূজোয় বেশ আন্তরিকতার ছোঁয়া দেখা গেল

নিজস্ব প্রতিনিধি – গনেশ চতুর্থ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *