সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর গসিপ নিয়ে এলো নতুন গহনার কালেকশন – পদাবলি

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পূর্ব ভারতের বৃহত্তম জুয়েলারী রিটেলার (স্টোরের সংখ্যার ভিত্তিতে) সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আজ নিয়ে এলো তার ফ্যাশন এবং লাইফস্টাইল জুয়েলারি সাব-ব্রান্ড গসিপ এর নতুন কালেকশন। হাতে তৈরী সিলভার এবং নন-সিলভার জুয়েলারীর এই অনন্য সংগ্রহের নাম – পদাবলী। আজ থেকে শুরু হওয়া চারদিনের জন্য আয়োজিত এক প্রদর্শনীতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং

তন্তুশিল্পীদের মধ্যে অনবদ্য মেলবন্ধনের নিদর্শন – একই নকশার হাতে তৈরী গয়না এবং হাতে বোনা শাড়ীর সম্ভার প্রদর্শিত হয়েছে। এই বিশেষ প্রদর্শনীটি ২৩শে মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত কলকাতার গ্যালারি গোল্ড আর্ট সেন্টারে শহরের শাড়ি এবং গহনা প্রেমীদেরকে বাংলার ঐতিহ্যমন্ডিত কারুশিল্প ও কারিগরি সম্যক অনুভব করার সুযোগ এনে দিয়েছে। দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে হাতে বোনা শাড়ির ডিজাইন এবং গহনাতে তার সম-প্রতিফলন। এই বিশেষ সম্ভার সেনকো গোল্ড এবং ডায়মন্ডসের গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে।

গত বছর পদাবলীর প্রথম সংস্করণের প্রভূত সাফল্যের পর, এবার প্রদর্শনীর ২য় সংস্করণে এক্সক্লুসিভ গসিপ কালেকশন প্রদর্শন করা হয়েছে যেখানে ঐতিহ্যবাহী জামদানি, তাঁত এবং কাঁথাস্টিচ শাড়ির নকশা প্রতিফলিত হয়েছে রূপো এবং অন্যান্য সংকর ধাতু দিয়ে তৈরি গহনাতে। জহুরীশিল্পীরা শাড়ির উপরের পাখি, গাছ, পাতা, পশুপাখি সহ বিভিন্ন জ্যামিতিক আকারের সাথে সমন্বয়ে গহনার উপরে অত্যন্ত দক্ষতার সাথে একই নকশা ফুটিয়ে তুলেছেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস অভিজ্ঞ তন্তুশিল্পী শ্রী মানস ঘোড়াই এর সাথে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এই অনন্য অসাধারণ উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ড শতাব্দী প্রাচীন বয়নশিল্পের পুরুজ্জীবনের চেষ্টা করেছে এর সাথে সমসাময়িক গয়নার নকশার মিশেল ঘটিয়ে।

অনুষ্ঠানে এই উদ্যোগের প্রধান স্থপতি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর শ্রীমতি জয়িতা সেন বলেন, “আমরা শহরের শাড়ী ও গহনা অনুরাগীদের সামনে পদাবলীর দ্বিতীয় সংস্করণ প্রদর্শন করতে পেরে আনন্দিত। এই অনন্য উদ্যোগের মাধ্যমে আমরা নারীর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার ইচ্ছাকে একটি নতুন রূপ দিতে চেয়েছি যা তাঁদের আত্মতৃপ্তি দেবে এবং ব্যক্তিত্ব প্রকাশে সহায়ক হবে। বাংলার জহুরীশিল্পী ও তন্তুশিল্পীদের দক্ষতার নিদর্শন এই পদাবলী কালেকশন পয়লা বৈশাখ উদযাপনের আনন্দ আরও বাড়িয়ে তোলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।”

বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত প্রদর্শনী চলাকালীন ক্রেতারা তাঁদের পছন্দের শাড়ি ও গহনা কিনতে পারবেন। প্রতিটি শাড়ির সঙ্গেই মিলবে মানানসই নেকলেস, কানের দুল, চুড়ি। দাম শুরু হাজার টাকা থেকে ৷ ২৬শে মার্চ প্রদর্শনী শেষ হওয়ার পরও পদাবলী কালেকশন পাওয়া যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সকল শোরুমগুলিতে।

More From Author

Best seasonal fruits and vegetables to consume this spring season

ITC Fiama unlocks the key to happiness; unveils the importance of balancing work pressures on World Happiness Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *