বিশ্বরঞ্জন চৌধুরী –
১ লা জানুয়ারী রুদ্রনগর বিশালাক্ষী পল্লী উন্নয়ন সমিতি-র পরিচালনায় বিদ্যার্থীব্রত ও কল্পতরু দিবস উদযাপন অনুষ্ঠানে বিবেকানন্দ শিশু বিদ্যামন্দির-এর শিক্ষার্থী-দের
দ্বারা শ্রী শ্রী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন এবং সহৃদয় মানুষের সহায়তায় পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র প্রদান-এর কর্মসূচির পালন করা হলো৷
এই কর্মসূচিতে টিম বিশ্ব রঞ্জন চৌধুরী-র সদস্যদের সাথে উপস্থিত হয়েছিলেন সুজন-সুন্দরবনের প্রতিষ্ঠাতা পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মণ্ডল মহাশয়, সমাজসেবক দীপক রাউত
এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন Indian Red Cross Society-র দঃ ২৪ পরগণা-র গঙ্গাসাগর ইউনিট-এর সম্পাদক শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।