সরস্বতী পুজোর উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

উত্তর কলকাতার ‘আমহার্স্ট স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি’ আয়োজিত সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হল সম্প্রতি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় , রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী , ৩৭ নং ওয়ার্ডের পৌরমাতা ও আয়োজক সংস্থার সভানেত্রী সোমা চৌধুরী , সম্পাদক পিয়াল চৌধুরী প্রমুখ।

আমহার্স্ট স্ট্রিট
বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির সরস্বতী পুজো এবার ৩১ বছরে পদার্পণ করলো। এই বছরের পুজোয় তাদের সঙ্গে সহযোগিতা করেছে ‘ইন্দিরা রাজীব মেমোরিয়াল’।

More From Author

The second teaser of Bholaa displays the action-packed world of Ajay Devgn’s Bholaa!

ওসিপি গ্রুপ এবং ভারত খাদ্য সুরক্ষাকে জোরদার করতে এবং একটি উদ্ভাবনী ও টেকসই কৃষি ব্যাবস্থার জন্য তাদের অভিন্ন উচ্চাকাঙ্ক্ষাকে নিশ্চিতরূপ দিতে একটি কৌশলগত অংশীদারিত্বে অংশগ্রহণ করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *