Thursday, 19 September 2024
Trending

লাইফ স্টাইল

সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনে থার্ড আই ভিজুয়াল

নিজস্ব প্রতিনিধি –

থার্ড আই ভিজ্যুয়াল-এর পরিচালনায় ও তাণ্ডব, অ্যান্টারিন, ক্রিসকস প্রোডাকশন, দ্য উইকেণ্ড ডায়রি এবং এস এস গেস্ট হাউজ-এর সহযোগিতায় কোলকাতার ‘নটী বিনোদিনী মেমোরিয়াল অ্যাম্ফিথিয়েটার’-এর মুক্ত মঞ্চে আজ হয়ে গেল গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

সান্ধ্যকালীন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মীতা বক্সি, সৌম বক্সি, শ্রেয়া পাণ্ডে, জয়ন্ত রায়, মঞ্জিল ব্যানার্জি সহ বরাহনগর দর্পণ-এর সম্পাদক আশিস ঘোষ, কবি প্রলয় বসু,

জুইন বাগচি সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কারেন সঞ্চালিকা বৈশালী বাসু।

অনুষ্ঠানের পূর্বে থার্ড আই ভিজ্যুয়াল-এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী গুপ্ত জানিয়েছেন, “রাজনীতিবিদ, থিয়েটার-চলচ্চিত্র-যাত্রা জগতের সাথে জড়িত ব্যক্তিত্ব, লেখক ও পুস্তক প্রকাশক, সঙ্গীতশিল্পী, সহ অন্যান্য ব্যক্তি ও সংস্থা মিলিয়ে ২৫ জনকে আজ সংবর্ধনা দেওয়া হবে।”

অন্যদিকে এই অনুষ্ঠানের অপর সহযোগী সংস্থা তাণ্ডব-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইমন মুখার্জি জানিয়েছেন, “২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাণ্ডব। সংস্থার ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ এই আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”