Tuesday, 21 January 2025
Trending

লাইফ স্টাইল

সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনে থার্ড আই ভিজুয়াল

নিজস্ব প্রতিনিধি –

থার্ড আই ভিজ্যুয়াল-এর পরিচালনায় ও তাণ্ডব, অ্যান্টারিন, ক্রিসকস প্রোডাকশন, দ্য উইকেণ্ড ডায়রি এবং এস এস গেস্ট হাউজ-এর সহযোগিতায় কোলকাতার ‘নটী বিনোদিনী মেমোরিয়াল অ্যাম্ফিথিয়েটার’-এর মুক্ত মঞ্চে আজ হয়ে গেল গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

সান্ধ্যকালীন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মীতা বক্সি, সৌম বক্সি, শ্রেয়া পাণ্ডে, জয়ন্ত রায়, মঞ্জিল ব্যানার্জি সহ বরাহনগর দর্পণ-এর সম্পাদক আশিস ঘোষ, কবি প্রলয় বসু,

জুইন বাগচি সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কারেন সঞ্চালিকা বৈশালী বাসু।

অনুষ্ঠানের পূর্বে থার্ড আই ভিজ্যুয়াল-এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী গুপ্ত জানিয়েছেন, “রাজনীতিবিদ, থিয়েটার-চলচ্চিত্র-যাত্রা জগতের সাথে জড়িত ব্যক্তিত্ব, লেখক ও পুস্তক প্রকাশক, সঙ্গীতশিল্পী, সহ অন্যান্য ব্যক্তি ও সংস্থা মিলিয়ে ২৫ জনকে আজ সংবর্ধনা দেওয়া হবে।”

অন্যদিকে এই অনুষ্ঠানের অপর সহযোগী সংস্থা তাণ্ডব-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইমন মুখার্জি জানিয়েছেন, “২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাণ্ডব। সংস্থার ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ এই আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

 

Related posts
লাইফ স্টাইল

পথ চলা শুরু করল "আইকনিক"

নিজস্ব প্রতিনিধি – দক্ষিণ কলকাতার…
Read more
লাইফ স্টাইল

কলকাতার বুকে হতে চলেছে 'মিজ বেঙ্গল'জ ভ্যালেন্টাইন

নিজস্ব প্রতিনিধি – শারীরিক…
Read more
লাইফ স্টাইল

মধ্যমগ্রাম স্টেশনের ঠিক কাছেই খুলল হোলসেল বাজার

নিজস্ব প্রতিনিধি – অম্বরিশ সাহা…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *