শুভ রথযাত্রা উৎসব উপলক্ষে গহনার উপর বিশেষ অফার দিচ্ছে শ্যাম সুন্দর জুয়েলার্স

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ রথযাত্রা উৎসব- বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার যা চলবে আগামী ১৮ জুন থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। রথযাত্রা হল এমন একটি বার্ষিক উৎসব যা আজ থেকে ৬৩ বছর আগে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথ চলার যাত্রা তথা শুভ সূচনাকে স্মরণ করিয়ে দেয়। এই উৎসব উদযাপনের বিশেষ উদ্দেশ্য হলো সর্বশক্তিমান ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো। কারণ তিনি যেভাবে পথ দেখিয়েছেন তার দ্বারাই আজ এই সংস্থা এক বিশেষ জায়গায় পৌঁছাতে পেরেছে। এছাড়া সেই সমস্ত গ্রাহকদেরও অসংখ্য ধন্যবাদ যাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। তাই স্বাভাবিকভাবেই এই বার্ষিকী অফারটি বিশেষ ছাড় এবং অন্যান্য আকর্ষণে পরিপূর্ণ।
প্রতি গ্রাম সোনা ও হিরের গহনা ক্রয় করার ওপর থাকছে ২৫০/- টাকা ছাড়। এছাড়া রয়েছে প্রতিদিন লাকি ড্রতে ৩টি সোনার কয়েন জেতার সুযোগ! ১৫% ছাড় গ্রহ-রত্নের এম আর পি -তে । এছাড়া এই উপলক্ষে যাঁরা কেনাকাটা করবেন তাঁদের প্রত্যেকের জন্য থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের আশির্বাদধন্য প্রসাদ। টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই বছরের বিশেষ ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে সোনা ও হিরের গহনার চোখ ধাঁধানো কালেকশনের উদ্বোধন করেন। একইসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে তাঁর যে দীর্ঘ সম্পর্ক এবং একজন গ্রাহক হিসাবে তাঁর অভিজ্ঞতার কথা সকলের সামনে ভাগ করেন। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এখানে এসে আমি খুবই আনন্দিত ১৪ বছরেরও বেশি সময় ধরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে যুক্ত আছি। আমি এই সংস্থার এক নিয়মিত গ্রাহক এখানকার গয়নার নতুনত্ব, নকশা এবং কারুকার্যের প্রেমে পড়েছি।’ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘ আজ থেকে ৬৩ বছর আগে রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার পথ চলা শুরু করেছিল। ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় আজ আমরা এতটা পথ আসতে পেরেছি।’ ‘শুভ রথযাত্রা – বিশেষ বার্ষিকী অফার’ চলবে আগামী ১৮ থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) এবং ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে এইসব অফার চালু থাকবে।

More From Author

Less is More! – A Skincare Mantra by Kiara Advani

Bone Marrow Transplant (BMT) on the rise in West Bengal State accounts for 10% of the entire transplant in India SGCCRI celebrates Life with 100 successful Bone Marrow Transplant (BMT)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *