Img 20230928 wa0155
লাইফ স্টাইল

শিল্পী অনুপম হালদারের সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হলো অ্যাকাডেমী অব ফাইন আর্টসে

নিজস্ব প্রতিনিধি –

কোলকাতার ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এর ‘নিউ সাউথ এ’ এবং ‘নিউ সাউথ বি’ গ্যালারিতে শুরু হল পেশায় পদস্থ সরকারী আধিকারিক ও নেশায় আলোকচিত্রী অনুপম হালদার-এর সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী।

অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অচ্চ্যুৎ চ্যাটার্জী, অভিনেত্রী অনামিকা সাহা, মৌবনী সরকার, চিত্রকর দিবাকর চক্রবর্তী, সুজিত কুমার ঘোষ, হাওড়া পৌরনিগমের অন্যতম পৌর প্রতিনিধি সীমা ভৌমিক, দেব সাহিত্য কুটির-এর কর্ণধার রাজিকা মজুমদার, আলোকচিত্রী মধু সরকার, অতনু পাল সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে মঙ্গল দীপ প্রজ্জ্বলিত করে শুরু হল অনুপম হালদারের সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী।

অন্য রাজ্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্মানে ভূষিত অনুপম হালদার আজ স্ত্রী পাঞ্চালী মুন্সির পাশে দাঁড়িয়ে স্মৃতিমেদুর হয়ে জানান, “সদ্য কৈশোরে পা দিয়ে স্বজনের হাত থেকে পেয়েছিলাম প্রথম ক্যামেরা। সেদিনের সেই ক্যামেরাই আমাকে জগৎকে নতুন ভাবে দেখতে শিখিয়েছিল। আজ হয়তো আমি অনেক দামি ক্যামেরা ব্যবহার করি, কিন্তু সেদিনের সেই মুহূর্ত আজ আমাকে আলো আঁধারি নিয়ে ক্যামেরার সহযোগিতায় ছবি আঁকতে শিখিয়েছে।”

বলে রাখা ভালো, আগামী ৬ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রদর্শনী কক্ষদ্বয়ে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে মোট ১২৫ টা আলোকচিত্র। ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন জনসাধারণ।

 

Related posts
লাইফ স্টাইল

"রেডওয়াইন এন্টারটেনমেন্ট" পরিচালিত দ্বিতীয় 'বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল কলকাতার আইসিসি আর এ

নিজস্ব প্রতিনিধি –  ‘বসাক…
Read more
লাইফ স্টাইল

অনলাইন থেকে অফলাইনে ব্যবসার পরিধি বাড়াতে উদ্যোগী হলো মাই চয়েস ব্র্যান্ড

নিজস্ব প্রতিনিধি – চিনারপার্কে…
Read more
লাইফ স্টাইল

ডঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে সামাজিক প্রভাব এক্সেলেন্স পুরস্কারে সম্মানিত

নিজস্ব প্রতিনিধি – রোটারি…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *