মুক্তি পেল বাংলা ছায়াছবি “রহস্যদ্বীপ”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

১৪ ই জুলাই মুক্তি পেল “দ্যা হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট” প্রযোজিত একটি নতুন বাংলা ছবি “রহস্যদীপ”।এই ছবিটি দর্শকদের খুব ভালো লেগেছে এবং আশা করি আগেও লাগবে। ছবিটি খুব সুন্দর হয়েছে আর এই ছবিটি বড়দের তো ভালো লাগবেই তার সাথে ছোটদেরও খুব ভালো লাগবে। বাংলা সিনেমা জগতে এই প্রথমবার অন্য গ্রহের জীবকে নিয়ে ভিন্ন ধরনের একটি ছবি বানানো হয়েছে। রহস্য দ্বীপ’-এর

নির্দেশক সর্বজীৎ মণ্ডল ও প্রযোজক এবং যুগ্ম নির্দেশক ইয়াসমিন ইব্রাহীম জানিয়েছেন, “১ ঘণ্টা ৫৯ মিনিটের এই কাহিনীচিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরূপ মণ্ডল, রাজু মজুমদার, সোমা চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা” ছবিটি এতটাই ভালো যে দর্শকদের সিনেমা হলে বসিয়ে রাখবে। আশা করা যায় এই ছবি ছোট থেকে বড় সবাইকে হল মুখী করবে।

More From Author

Eastern Haematology Group organizes ‘Eastern India Blood, Marrow & Cellular Therapy Meet 2023’ in Kolkata

কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *