Monday, 25 September 2023
Trending

বিনোদন

মুক্তির পথে নতুন অ্যালবাম আন্তর্জাতিক যন্ত্র শিল্পী তাজিম শেখের

নিজস্ব প্রতিনিধি –

বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী শিল্পীর তালিকাটি ছোট্ট নয় এই দেশে। আর এই মুহূর্তে আরেকটি নাম সেই তালিকায় যুক্ত হয়েছে। তিনি তাজিম শেখ। ক্লাস সিক্সে পড়ার সময়ে তাজিমের পিয়ানো শিক্ষা শুরু জয়ন্ত আদকের কাছে। ফরাসি ভাষায় স্নাতক হয়ে তাজিম যোগ দেন এ আর

রহমানস ফাউন্ডেশন কে এম মিউজিক কনজারভেটরিতে । পাশ্চাত্য ধ্রুপদী পিয়ানোবাদন শেখেন ডা: অ্যাডাম গ্রেগের কাছে। সঙ্গে হিন্দুস্থানী পিয়ানোবাদনও করায়ত্ত করেন তাজিম শেখ। এরপর তাজিমের জ্যাজ শেখা শুরু প্রদ্যুম্ন সিং মানোটের কাছে। তাজিম শেখের যন্ত্রসঙ্গীতের অনুপ্রেরণা

মাইলস ডেভিড, আহমেদ জামাল, ডেবসি, রাভেল , পণ্ডিত যশরাজ , পণ্ডিত শিবকুমার শর্মা ও শক্তির মত ব্যান্ড এবং টাইগ্রান হামাসায়ান ট্রায়োর মত স্বনামধন্য সঙ্গীত সাধক যন্ত্রসঙ্গীত শিল্পী তাজিমকে প্রভাবিত করেছে। ইতিমধ্যেই তাজিমের মিলেছে আন্তর্জাতিক মানের স্বীকৃতি। স্যাট ওয়ার্ল্ড লিগের মত রিয়ালিটি শো তে যেমন বিজয়ী হয়েছেন, তেমন ব্রিলিয়ান্ট আন্তর্জাতিক পিয়ানো উৎসবে হয়েছেন প্রথম।

তাজিমের কর্মজীবনের একটা সময় এ আর রহমান, ওস্তাদ তৌফিক কুরেশি ও গ্র্যামি বিজয়ী ড: প্রকাশ সোনতেক্কের ছত্রছায়ায় কেটেছে। যা তাঁর সঙ্গীত জীবনে সমৃদ্ধি ঘটিয়েছে। হিন্দুস্থানী, প্রাচ্য ও পাশ্চাত্যের ধ্রুপদী সঙ্গীত, পল্লীগীতি, রক ও জ্যাজের সুর তাজিমের হাতের যাদুতে হয়ে ওঠে সুর মূর্চ্ছনার এক স্বর্গীয় অনুভূতি।তাজিম শেখের সর্বশেষ অ্যালবাম দ্বাম শীঘ্রই মুক্তি পাবে।

 

Related posts
বিনোদন

আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি "লোকনাথ বাবার বাল্যলীলা"

নিজস্ব প্রতিনিধি – এক্সেল মিডিয়া…
Read more
বিনোদন

সংগীতশিল্পী রাজশ্রী বাগ ও দিবাকর সাহার পুজোর গানের মিউজিক ভিডিও রেকর্ডিং হয়ে গেল সম্প্রতি

নিজস্ব প্রতিনিধি – শারদীয়…
Read more
বিনোদন

পুজোয় সঙ্গীত শিল্পী শুভজিৎ এর নতুন বাংলা গান "অভিমানী"

নিজস্ব প্রতিনিধি – রবিবার স্টুডি…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *