Thursday, 19 September 2024
Trending

সমাজসেবা

মান্নত ফার্ম হাউসের সহযোগিতায় আওয়ার অবলম্বনের দুয়ারে ইফতার

সত্যজিৎ চক্রবর্তী –

পবিত্র রমজান মাসের গরীব অসহায় হরিপাল, হুগলী, রোজদারদের মুখে হাসি ফোটানোর জন্য স্বেচ্ছায় এগিয়ে এলো স্থানীয় হরিপালের নৈটি আওয়ার অবলম্বন সংস্থা।হুগলীর চন্দনপুরের সন্নিকটে মান্নাত ফার্ম হাউসের সহযোগিতায় আওয়ার অবলম্বন ২২ শে মার্চ প্রায় একডজন গ্রামে “দুয়ারে ইফতার” পৌঁছে দিল। আওয়ার অবলম্বনে নৈটি গ্রামে অফিস প্রাঙ্গন থেকে এই দুয়ারের ইফতারের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং সমাজসেবী নৌওশাদ মল্লিক, সংস্থার সম্পাদক সেখ মুজিবর রহমান, সভাপতি আব্দুল গফফার, মান্নাত ফার্ম হাউসের পক্ষে আসমত আলী মল্লিক, নুর উদ্দিন মল্লিক, সংস্থার কোষাধ্যক্ষ আসাদুজুমান, সলিল সিংহ রায় প্রমুখ। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন, খোকা দাস, খোকন দাস, ডঃ মুজিবর রহমান, নাজির সাহেব, বেচু আদক, সেখ আসগর আলি, মহ: মহিউদ্দিন মন্ডল প্রমুখ। এই ইফতার সামগ্রীর সমস্ত আর্থিক দায়ভার গ্রহণ করেন মান্নাত ফার্ম হাউসের কর্ণধারা সমাজসেবী ইমতিয়াজ আলী। হুগলী জেলার জিনপুর, নকদিপাড়া, নালতাজোল, সাতপাড়া, রক্তা, বাবনান, আলিপুর ফকির পাড়া, মনিরামপুর,সাতঘড়ি, দচ্ছন্দপুর, অলিপুর রোজা পাড়া এবং ময়না পোতা গ্রামের রোজদারদের দুয়ারে এই ইফতার পৌঁছে দেওয়া হয়।

 

Related posts
সমাজসেবা

শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ আমরা ব্যতিক্রমী সংস্থার উদ্যোগে

গোপাল দেবনাথ – বেলেঘাটা সুভাষ…
Read more
সমাজসেবা

শ্রীমানি বাড়িতে রক্তদান শিবির তত্ত্বাবধানে ডাঃ সুবীর গাঙ্গুলী

নিজস্ব প্রতিনিধি – উত্তর কলকাতার…
Read more
সমাজসেবা

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় বৃক্ষরোপণ বর্ষার আগে

নিজস্ব প্রতিনিধি – সমাজ সেবার…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *