Sunday, 9 February 2025
Trending

সমাজসেবা

মঙ্গলকোট পুলিশের উদ্দোগে সূর্যের প্রখর তেজে যানচালক দের  ঠান্ডা জলপান এর ব্যবস্থা

পারিজাত মোল্লা – মঙ্গলকোট

তীব্র দহনে শুধু বাংলা নয় পুড়ছে গোটা দেশ। কোথাও ৪০ ডিগ্রি আবার কোথাও বা ৪২ ডিগ্রির বেশি।আগুনের মত গরম থেকে রক্ষা পেতে ফ্যান – এয়ার কুলার – এসির দোকানে বড্ড ভীড়।মহারাষ্ট্রের নভি মুম্বইতে ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে  হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে   ১১ জনের ।গত রবিবার সরকারি উদ্যোগেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খোলা আকাশের নীচে মঞ্চ বেঁধে চলছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান।সেখানেই হিট স্ট্রোকে মারা গেছেন ১১ জন।ঠিক এইরকম পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ কে  সোমবার এক মানবিক উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল।এদিন থানার গেটের সামনে ত্রিশজন মত পুলিশ কর্মী পথচলতি মানুষজনের জন্য ঠান্ডা জল গ্লুকোজ সহ, এর পাশাপাশি লেবুর সরবত খাওয়ানোর আয়োজন করে থাকে। শুধু তাই নয় মোটরসাইকেল চালক, লরি – ট্রাক্টর – বাস চালকদের জন্য সারাটা দুপুর জুড়ে ছিল এই গ্লুকোজ – লেবু জল খাওয়ানোর আয়োজন। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির নেতৃত্বে সাব ইন্সপেক্টর – এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদা পূর্ণ অফিসাররা অত্যন্ত গুরত্ব সহকারে এই মানবিক উদ্যগে সামিল হতে দেখা যায়। শুধু ঠান্ডা জলপান করানো নয় হিট স্ট্রোক থেকে বাঁচতে বিভিন্ন জনসচেতনতার বার্তা দিতে দেখা যায় পুলিশ কর্মীদের কে। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি জানান -” এই ধরনের উদ্যোগ আমরা প্রায়শই করে থাকি”। এদিন যান চালকরা প্রথমে ভেবেছিলেন গাড়ির কাগজপত্র পরীক্ষা করার জন্য হয়তো এই অস্থায়ী শিবির। পরবর্তীতে পুলিশ কর্মীদের হাতের গ্লাসে ঠান্ডা গ্লুকোজ জল পেয়ে তারা যেন তৃপ্ত। কেননা জলের আরেক নাম যে জীবন….. 

 

Related posts
সমাজসেবা

"কুম্ভ মেলায়" ভয়াবহ অগ্নিকাণ্ড উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম সংঘ

নিজস্ব প্রতিনিধি – কুম্ভ মেলায়…
Read more
সমাজসেবা

২৫ তম বর্ষে পদার্পণ করল কলকাতার কফি হাউস এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি – ‘কফি হাউস…
Read more
সমাজসেবা

নব যুবক সংঘের উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার দুস্থ মানুষদের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি – অনুষ্ঠিত হয়ে…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *