নিজস্ব প্রতিনিধি –
কলকাতার একটি পাঁচতারা হোটেলে শুরু হল পেইন্টার দিবাকর চক্রবর্তীর অয়েল পেইন্টিংসের একক প্রদর্শনী।
প্রদর্শনী চলবে এক সপ্তাহ ।
প্রদর্শনীর প্রথম দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক।
প্রদর্শনী দেখে দুই যুগ্ম আয়োগ একযোগে জানিয়েছেন, “আশা করব শিল্পী আগামী দিনে আরো ভালো জায়গায় তাঁর শিল্প সামগ্রী প্রদর্শিত করবেন।”
শিল্পী দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, “কোলকাতায় ব্যক্তিগত পর্যায়ে এটা আমার ৩২ তম প্রদর্শনী। এখানে অয়েল মাধ্যমে ১০ টা ছবি রয়েছে, এর মধ্যে ৩ টে ছবি অদূর ভবিষ্যতে দুবাইয়ে প্রদর্শিত হবে।”