বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিম বঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার হাত ধরে উদঘাটন হলো বইমেলার ১১৯ নম্বর স্টলের

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

১৯ জানুয়ারি শুক্রবার, আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন হলো ‘দূরে কোথাও পাবলিকেশন ‘(১১৯) স্টলের। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দ্বিতীয় দিনে, দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিম বঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার।

সাংবাদিকদের অনুপম হালদার বলেন, “ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না। কারণ বই ঘিরে বাঙালির আবেগে ভাঁটা পড়বে না কোন সময়ই। সেই আবেগই বইপ্রেমীদের নিয়ে আসে বই মেলায়।” .

২০১৮ সাল থেকে ‘কলকাতা বইমেলা’-য় অংশ নিচ্ছে ‘দূরে কোথাও পাবলিকেশন’।

প্রকাশক ও ‘দূরে কোথাও’ পত্রিকার সম্পাদক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, “এবারের কলকাতা বইমেলা উপলক্ষ্যে আমরা নতুন ১১ টা বই প্রকাশ করেছি। এখনো পর্যন্ত আমরা মোট ৬২ টা বই প্রকাশ করেছি।”

‘দূরে কোথাও পাবলিকেশন’ স্টলে এদের নিজস্ব প্রকাশনার বিভিন্ন ধরণের বই রয়েছে। এছাড়াও অনুপম হালদারের তোলা ২৫ টি আলোকচিত্র রয়েছে স্টল জুড়ে।

More From Author

পরিচালক ও চিত্রনাট্যকার বৈশাখী বাসুর নির্দেশনায় নির্মিত ছোট ছবি অনুতাপ প্রদর্শীত হল নন্দনে

চার দিনের প্রণব সংস্কৃতি মেলা ও বিশেষ গঙ্গা আরতিগঙ্গাসাগরের কাছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *