“প্যানক্রিয়াটাইটিস” রোগের সফল চিকিৎসা করছে চেন্নাই ‘অ্যাপোলো হসপিটাল’

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বর্তমান সময়ে ‘প্যানক্রিয়াটাইটিস’ রোগের সফল চিকিৎসা করছে চেন্নাই ‘অ্যাপোলো হসপিটাল’। রবিবার এই বিষয়ে হাওড়ার ইউরো মেডিকেলে এক সাংবাদিক সম্মেলনে ‘অ্যাপোলো হসপিটাল’ চেন্নাই-এর তরফ থেকে হসপিটালের কনসালট্যান্ট ও সার্জিক্যাল গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট এবং মিনিম্যালি ইনভ্যাসিভ জিআই এইচ পি বি সার্জারি-র চিকিৎসক সন্তোষ আনন্দ কে এস ‘প্যানক্রিয়াটাইটিস’-এর চিকিৎসা সম্পর্কে বিস্তৃত ব্যাখা করেন।

তিনি জানিয়েছেন, “অ্যাপোলো হসপিটাল চেন্নাই-তে প্যানক্রিয়াটাইটিস ও তৎসংক্রান্ত চিকিৎসার নিরাময়ের হার উচ্চ প্রশংসিত।”

হিমালয়ের তরাই অঞ্চল ও গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যথেচ্ছ হারে এই রোগ দেখা যাচ্ছে বলে মত প্রকাশ করেন। মূলতঃ অগ্নাশয় ও পিত্তথলী/পিত্তনালী সংক্রান্ত রোগেই এই মুহূর্তে বেশি ভুগছেন।

সচেতনতা অবলম্বন করে তিনি জানিয়েছেন, “কম তেল ও মশলাদার খাদ্য গ্রহণ তথা তজীবনশৈলীর পরিবর্তন প্যানক্রিয়াটাইটিসের মতো জটিল রোগ থেকে মানুষকে দূরে রাখতে পারে।”

এদিন উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার নারায়ণ মিত্র।

পাশাপাশি তথ্যকেন্দ্রের পক্ষ থেকে আর কে উপাধ্যায় বলেন, “চেন্নাই থেকে আসা চিকিৎসক এখানে চিকিৎসা করে যদি বুঝতে পারেন যে রোগীর শল্য চিকিৎসা প্রয়োজন সেক্ষেত্রে রোগীকে চেন্নাই গিয়ে শল্য চিকিৎসা করতে হবে।”

More From Author

“এসো মা দুর্গা” ভারতীয় তাঁত ও হস্তশিল্প প্রদর্শনী সহ বিক্রয় কলকাতায় শুরু

Unleash Brilliance: FIITJEE’s Big Bang Edge Test Redefining Student Potential Assessment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *