Saturday, 27 July 2024
Trending

চিকিৎসা

“প্যানক্রিয়াটাইটিস” রোগের সফল চিকিৎসা করছে চেন্নাই ‘অ্যাপোলো হসপিটাল’

নিজস্ব প্রতিনিধি –

বর্তমান সময়ে ‘প্যানক্রিয়াটাইটিস’ রোগের সফল চিকিৎসা করছে চেন্নাই ‘অ্যাপোলো হসপিটাল’। রবিবার এই বিষয়ে হাওড়ার ইউরো মেডিকেলে এক সাংবাদিক সম্মেলনে ‘অ্যাপোলো হসপিটাল’ চেন্নাই-এর তরফ থেকে হসপিটালের কনসালট্যান্ট ও সার্জিক্যাল গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট এবং মিনিম্যালি ইনভ্যাসিভ জিআই এইচ পি বি সার্জারি-র চিকিৎসক সন্তোষ আনন্দ কে এস ‘প্যানক্রিয়াটাইটিস’-এর চিকিৎসা সম্পর্কে বিস্তৃত ব্যাখা করেন।

তিনি জানিয়েছেন, “অ্যাপোলো হসপিটাল চেন্নাই-তে প্যানক্রিয়াটাইটিস ও তৎসংক্রান্ত চিকিৎসার নিরাময়ের হার উচ্চ প্রশংসিত।”

হিমালয়ের তরাই অঞ্চল ও গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যথেচ্ছ হারে এই রোগ দেখা যাচ্ছে বলে মত প্রকাশ করেন। মূলতঃ অগ্নাশয় ও পিত্তথলী/পিত্তনালী সংক্রান্ত রোগেই এই মুহূর্তে বেশি ভুগছেন।

সচেতনতা অবলম্বন করে তিনি জানিয়েছেন, “কম তেল ও মশলাদার খাদ্য গ্রহণ তথা তজীবনশৈলীর পরিবর্তন প্যানক্রিয়াটাইটিসের মতো জটিল রোগ থেকে মানুষকে দূরে রাখতে পারে।”

এদিন উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার নারায়ণ মিত্র।

পাশাপাশি তথ্যকেন্দ্রের পক্ষ থেকে আর কে উপাধ্যায় বলেন, “চেন্নাই থেকে আসা চিকিৎসক এখানে চিকিৎসা করে যদি বুঝতে পারেন যে রোগীর শল্য চিকিৎসা প্রয়োজন সেক্ষেত্রে রোগীকে চেন্নাই গিয়ে শল্য চিকিৎসা করতে হবে।”

 

Related posts
চিকিৎসা

চতুর্থ এন্ডোভাসকুলার ম্যানেজমেন্ট ইন্ডিয়া (EVMI) স্কিল কোর্সঃ সিএমই কাম লাইভ ওয়ার্কশপ’ এবছর অত্যন্ত সাফল্যের সঙ্গে ১৩ই জুলাই কলকাতায় হোটেল সনেট ও এইচ পি ঘোষ হাসপাতালে অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি – বিভিন্ন ধরণের…
Read more
চিকিৎসা

ভারতের প্রথম এক্সএল আকারের পারসিভাল প্লাস বায়োপ্রোস্থেটিক ভালভ ব্যবহার করে ট্রান্স অ্যাক্সিলারি মিনিম্যালি ইনভেসিভ অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপন করলো নারায়ণা হেলথ আর,এন টেগোর হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি – প্রতিটি পদক্ষেপে…
Read more
চিকিৎসা

Parvathy Hospital Chennai forays into Kolkata with its exclusive OPD & Information Centre

Staff Reporter – Parvathy Hospital, one of the finest Orthopedic Super Speciality and Trauma…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *