পুজোর আগেই শ্রোতাদের মন জয় করতে আসছে বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম “মন ছেড়ে যাস না আমায় তুই”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসতে আর দেড় মাস ও বাকি নেই। এই সময় মিউজিক কোম্পানিগুলি তাদের মিউজিক থেকে নতুন নতুন ভিডিও অ্যালবাম রিলিজের জন্য ব্যস্ততা থাকে তুঙ্গে। এ ধরনের মিউজিক ভিডিও অ্যালবামের মধ্যে নতুন সংযোজন হয়েছে গায়ক ঈশাণ মিত্র আনতে চলেছে নতুন চমক। অপূর্ব জোসেফের মেরে সাঁই প্রোডাকশনের প্রযোজনায় জি মিউজিক আনতে চলেছে ‘মন ছেড়ে যাস না আমায় তুই’ মিউজিক ভিডিও। যা খুব শীঘ্রই আসতে চলেছে। যেখানে গায়ক ঈশাণ মিত্রের সুরেলা কন্ঠে শোনা যাবে এক ব্যর্থ প্রেমের গান। আর এই মিউজিক ভিডিওর মাধ্যমে ডেবিউ করতে চলেছেন আরাত্রিকা ঘোষ, বিভাস বার্ণিক, বাসবদত্তা মণ্ডল।

একদিকে প্রাক্তন অন্যদিকে বর্তমান। এই টানাপোড়েনে সত্যি ভালোবাসা কি বাস্তব রূপ পাবে? সেটাই তুলে ধরা হবে এই মিউজিক ভিডিওতে। ঈশাণ মিত্রের কন্ঠে এই গান ভালোবাসার এক অন্য জগতকে তুলে ধরবে। এই গানের গীতিকার সোহম মজুমদার এর আগেও একাধিক বাংলা ও হিন্দি ছবিতে কাজ করেছেন। গানের প্রতিটি শব্দ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। শুভম তালুকদারের পরিচালনায় এই গানে সুর দিয়েছেন কুন্তল দে।

ঈশাণ এর আগেও বহু বাংলা সিনেমায় প্লেব্যাক করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য মিথ্যে প্রেমের গান. চরিত্রহীন ৩, মন্টু পাইলট, ড্রাকুলা স্যার। খুব অল্পদিনের মধ্যে ঈশাণ তাঁর অন্য ধরনের কন্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করতে সফল হয়েছেন। স্বাভাবিকভাবেই পুজোর আগে মেরে সাই প্রোডাকশনের এই মিউজিক ভিডিও শ্রোতাদের পুজোর উপহার বলেই মনে হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর এই মিউজিক ভিডিও লঞ্চ হতে চলেছে। জি মিউজিকের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখা যাবে। ঈশাণের পাশাপাশি এই ভিডিওতে দারুণ পারফর্ম করেছেন নবাগতা আরাত্রিকা ঘোষ, বাসবদত্তা ও বিভাসও।

More From Author

ক্রীড়াবিদ অভিনেতা প্রযোজক ও পরিচালক অশোকরাজ এর তত্ত্বাবধানে আসছে দ্বিভাষিক সিনেমা ক্যারাটে

A fully integrated Donation-as-a-Service platform – Trusted Donations launched

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *