হীরক মুখোপাধ্যায় – কলকাতা
পশ্চিমবঙ্গের বাজারে ‘ক্যুইক’ (KWIK) নামাঙ্কিত ব্যাথা নাশক তেল ও জেল (Oil Relieving Oil & Gel) আনল ‘ওজন ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ (Ozone Pharmaceuticals Limited)।
আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যথা নাশক তেল ও জেল-এর লোকার্পণ করে ‘ওজন ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর পক্ষে অধ্যক্ষ ও ব্যাবস্থাপক নির্দেশক সুভাষচন্দ্র সেগল (Subhas Chandra Sehgal, Chairman & Managing Director, Ozone Pharmaceuticals Limited) বলেন “শারীরিক যন্ত্রণা মানুষের অন্যতম দুর্ভোগের কারণ, এই দুর্ভোগ থেকে স্বস্তি দিতে পারে ‘ক্যুইক’ নামাঙ্কিত ব্যথা নাশক তেল।”
ব্যথা নাশক তেল ও জেল-এর নির্মাতা সংস্থার তরফ থেকে ক্লাস্টার বিজনেস হেড সৌরভ ব্যানার্জি (Sourav Banerjee, Cluster Business Head, Ozone Pharmaceuticals Limited) জাানিয়েছেন, “আয়ুর্বেদ ব্যথা নাশক তেলে সাধারণত বিষগর্ভ (Vishgarbh), বৃহৎমাস (Brihatmas) এবং মহানারায়ণ (Mahanarayan)-এর মধ্যে যে কোনো একটা উপাদান দেওয়া হয়, কিন্তু ব্যথার উপর দ্রুত নিয়ন্ত্রণ আনার লক্ষ্যে আমরা ‘ক্যুইক’ নামাঙ্কিত তেল এবং জেল-এ উপরিউক্ত তিন ধরণের উপাদানই ব্যবহার করেছি।”
‘ক্যুইক’ নির্মাণকারী সংস্থার তরফ থেকে নির্দেশক করণ সেগল (Karan Sehgal, Director, Ozone Pharmaceuticals Limited) এবং মহা প্রবন্ধক (এটম) মার্কণ্ড তিওয়ারি [Markand Tiwari, General Manager (Atom)] একযোগে জানান, “এই মুহুর্তে পশ্চিমবঙ্গের বাজারে ৭ মিলি লিটার স্যাসে (১০ টাকা), ৫০ মিলি লিটার (১৩৯ টাকা), ১২০ মিলি লিটার (২৮৩ টাকা) ব্যথা নাশক তেলের (Pain Relieving Oil) পাশাপাশি ৩০ গ্রামের জেল (Pain Relieving Gel) পাওয়া যাবে ৮৫ টাকায়।”