নিজস্ব প্রতিনিধি –
“কোহিনূর” মুভিটি রোমাঞ্চ, অ্যাকশন, ড্রামা ও প্রেমের এক সুন্দর সমন্বয় নিয়ে সংঘটিত। এই চলচ্চিত্রটি “কোহিনূর” হিরে টিকে নিয়ে ২০৬০ সালের প্রেক্ষাপটে একটি সায়েন্স ফিকশন গল্পকে কেন্দ্র করে তৈরী । “আউট ল” নামক একটি বেসরকারী মিলিটারী সংস্থার ক্যাপ্টেন আরভ । জীবনের ঝুঁকি নিয়ে যিনি বিভিন্ন মিশনকে সফল করেছেন । জেনেরাল আদিত্য, আরভকে BRO (British Research Organization) তে কোহিনূর হীরার নিরাপত্তার কাজে নিয়োগ করেন ।
হীরাটির নিরাপত্তার কাজে বিপুল ব্যয় দেখে আরভের সন্দেহ হয়। তাঁর সন্দেহ সত্যি হয় যখন তিনি ডিউটিতে থাকা কালীন অন্য জগৎ থেকে একটি মেয়ে এসে হীরেটিকে চুরি করে নিয়ে যায় । মেয়েটিকে অনুসরণ করে ক্যাপ্টেন আরভও সেই জগতে পৌঁছে যান ও কোহিনূর হীরাটির সন্ধান করতে শুরু করেন । এরপর কিভাবে ক্যাপ্টেন আরভ কোহিনূর হীরেটিকে, বিভিন্ন রহস্যে মোড়া ঘাত প্রতিঘাতের মাধ্যমে নিজের জগতে ফিরিয়ে নিয়ে আসবেন সেই নিয়েই চলতে থাকে কাহিনী।