নিমতা ও বিরাটির এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন নিমতার স্বামী প্রণবানন্দ বিদ্যার্থী ভবন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত উত্তর ২৪ পরগনার নিমতা স্বামী প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের পক্ষ থেকে এলাকার মানুষদের শীতবস্ত্র প্রদান করা হল। প্রতিবছরের মতো এবারও মাঘী পূর্ণিমার আগে


নবাদর্শ শ্রীমন্তপুর কালীমন্দির এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষ। নিমতা ও বিরাটি এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের এই বস্ত্র তুলে দেওয়া হয় স্বামী প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের পক্ষ থেকে।
বস্ত্র তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘ এর যুগ্ম সম্পাদক স্বামী ভাস্করানন্দজী মহারাজ,ডাক্তার শোভা দত্ত, লক্ষী ভট্টাচার্য।

More From Author

মুক্তি পেল বাংলা ছায়াছবি “মোমো দ্য গেম অফ ডেথ” এর ট্রেলার ও মিউজিক

SwitchON Foundation launches Move for Earth movement to celebrate and inspire Climate Action

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *