নিউ আলিপুরের ৩৪ নম্বর দুর্গাপুর কলোনী-তে ‘নীহারিকা এন্টারপ্রাইজ’-এর নতুন বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ছাত্রছাত্রীদের ই স্কুটার কেনার জন্য নতুন স্কিম আনল ‘এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’।
নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এস কে সিনহা জানিয়েছেন, “যে কোনো ছাত্রছাত্রী ৬১ হাজার টাকায় ই স্কুটার কিনতে পারেন।”

বিজ্ঞাপন

নিউ আলিপুরের ৩৪ নম্বর দুর্গাপুর কলোনী-তে ‘নীহারিকা এন্টারপ্রাইজ’-এর নতুন বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করতে এসে এস কে সিনহা জানান, “এল ই ডি এসিড বা লিথিয়াম ব্যাটারির উপর ই স্কুটারের দাম বাড়ে বা কমে।
এন এক্স টি-র ধীর গতি সম্পন্ন (৯০ কিমি/ঘণ্টা) ই স্কুটারের ‘উইনার’, ‘গ্রেস’ ও ‘প্রিন্স’ নামের পৃথক তিনটে মডেল আছে। অপরদিকে এন এক্স টি এনেছে নতুন উচ্চ গতিসম্পন্ন (১২০ কিমি/ঘণ্টা) ই স্কুটার।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীহারিকা এন্টারপ্রাইজ-এর কর্ণধার শিবনাথ মুখার্জি জানান, “ই স্কুটারগুলো নূন্যতম ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।”

More From Author

Chairman Rajasthan Export and Promotion Council Rajiv Arora invite Rajasthani diaspora in Kolkata to participate in Rajasthan International Expo 2023

Dabur Vita, India’s Complete Health Drink, organizes Session on Health for Kids

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *