Sunday, 24 September 2023
Trending

খেলাধুলা

দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩ অনুষ্ঠিত হলো ভবানীপুরের খালসা ইংলিশ মাধ্যম স্কুলে

নিজস্ব প্রতিনিধি –

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কেওকুসিন-কৈকান ক্যারাটে’ (ভারত) সংক্ষেপে আই এফ কে কে (ভারত)[IFKK(India)]-এর পরিচালনায় এবং আই এফ কে কে (ভারত)-এর ব্রাঞ্চ চিফ সেনসাই অজয় হালদার -এর উদ্যোগে কোলকাতার ভবানীপুর এলাকার খালসা ইংলিশ হাইস্কুলের প্রাঙ্গণে চলছে দু’দিনের ‘দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারী স্তরের কোনোরকম অর্থনৈতিক সহযোগিতা ছাড়াই আয়োজিত হচ্ছে জাতীয় স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতা।

খালসা ইংলিশ মাধ্যম বিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনের জন্য সম্পূর্ণ নিখরচায় তাদের ক্রীড়াঙ্গন আইএফকেকে (ভারত)-এর হাতে ছেড়ে দিয়েছে, গুরুদ্বারা তাদের ভবন উন্মুক্ত রেখেছে ক্রীড়াবিদ ও ক্রীড়া আয়োজকদের জন্য।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, “অসম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গ আদি ৭ টা রাজ্য ও উত্তর বঙ্গ ও মুম্বই-এর মতো পৃথক দুই শহর থেকে ৩০০ প্রতিযোগী ও প্রতিযোগিনীদের নিয়ে চলছে দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনসাই

শামসুল আনসারি, দেবাশিস পাত্র, দীপঙ্কর মাইতি ও দেবজিৎ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

আইএফকেকে (ভারত)-এর শাখা প্রধান সেনসাই অজয় হালদার জানিয়েছেন, “প্রতি ৪ বছর অন্তর হয় এই প্রতিযোগিতা। বয়স ও ওজন অনুসারে ৩০ টা বিভাগে চলছে ‘দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩’। প্রত্যেক প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে।”

 

Related posts
খেলাধুলা

Aamar Kolkata, Aamar Run is here So cholo Kolkata let's run

Staff Reporter – Tata Steel Kolkata 25K (TSK 25K) is a celebration of the city’s vibrant…
Read more
খেলাধুলা

ক্রিক ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি – প্রথমবার দ্য…
Read more
খেলাধুলা

ওপেন বেঙ্গল আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৩ অনুষ্ঠিত হলো বিধান শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি – বিধান শিশু…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *