Friday, 13 December 2024
Trending

ভ্রমণ

দেশের মধ্যে থেকে আরও বেশি পর্যটককে আকর্ষণ করতে কলকাতায় একটি পার্টনারশিপ মিটের আয়োজন করলেন “কেরালা ট্যুরিজম”

নিজস্ব প্রতিনিধি –

দেশিয় পর্যটকের সংখ্যায় সন্তোষজনক বৃদ্ধির পর কেরালা যে কোনো মরসুমে বেড়াতে যাওয়ার অন্যতম প্রধান জায়গা হিসাবে নিজের স্থান আরও মজবুত করেছে। চ্যাম্পিয়নস বোট লিগ (CBL) রেসের মত উদ্ভাবনীমূলক প্রোডাক্ট দক্ষিণের এই রাজ্যটিকে পর্যটনকেন্দ্র হিসাবে নিজের স্থান আরও জোরদার করতে সাহায্য করছে।

সপ্তাহ জুড়ে বর্ণাঢ্য ওনাম উদযাপনের সময়ে পর্যটকদের আগমন বেড়েছিল। এ মাসে পরের দিকে শুরু হতে চলেছে আইপিএল মডেলে তৈরি CBL-এর তৃতীয় সংস্করণ। আশা করা হচ্ছে এই প্রতিযোগিতা রাজ্যের সমস্ত অঞ্চলে দেশিয় পর্যটকদের আগমন আরও বাড়াবে।

কেরালা জুড়ে ব্যাকওয়াটারে আয়োজিত CBL এক বিরল দৃশ্যসুখ দেয়। বহু রোয়ারচালিত একেকটি বিরাট বিরাট স্নেক বোট (চুন্দন ভল্লম) ব্যাকওয়াটারে একে অপরের সঙ্গে পাল্লা দিতে দিতে চলে যায়, উৎসাহ উদ্দীপনার এক বলয় তৈরি হয়।

দেশিয় পর্যটকদের আগমন বৃদ্ধি সম্পর্কে পর্যটন মন্ত্রী পি এ মহম্মদ রিয়াজ বললেন “অতিমারীর পর থেকে কেরালায় পর্যটকদের আগমনের যে বিপুল বৃদ্ধি হয়েছে তাতে আরও গতি আনতে রাজ্য সমস্তরকম চেষ্টা করে চলেছে।”

রিয়াজ বললেন, CBL মরসুম শুরু হয় রাজ্য জুড়ে ওনাম সপ্তাহ উদযাপনের কিছুদিনের মধ্যেই। এই সময়টি কেরালায় আসার জন্য এবং এই রাজ্যের বৈচিত্র্য উপভোগ করার জন্য পর্যটকদের পক্ষে দারুণ সময়।

তিনি আরও বলেন “আজকের দিনে পর্যটকদের চাহিদা এবং রুচির সঙ্গে তাল মিলিয়ে কেরালা চালু প্রোডাক্টগুলির বিস্তার বাড়ানো এবং এই রাজ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি তুলে ধরা ছাড়াও বেশকিছু আকর্ষণীয় নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এবছর আমরা আরও বেশি দেশিয় পর্যটককে অভিনব পর্যটন প্রোডাক্টগুলির দিকে আকর্ষণ করে আরেক ধাপ উপরে উঠব বলে আশা করছি।”

কেরালা টুরিজমের উদ্ভাবনীমূলক উদ্যোগগুলি আরও উৎসাহ পেয়েছে সম্প্রতি প্যাসিফিক এশিয়া ট্র্যাভেল অ্যাসোসিয়েশন (PATA) গোল্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যের বাইরের বাজারগুলিতে কার্যকরী বার্তাগুলি পৌঁছে দেওয়ার কারণে। ‘মেক আপ ফর লস্ট টাইম, প্যাক আপ ফর কেরালা’ নামে পুরস্কারজয়ী ক্যাম্পেনটির কল্পনা করা হয়েছিল COVID-এর পর ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকা মানুষের কথা ভেবে। এর লক্ষ্য ছিল দেশিয় পর্যটকরা। এই ক্যাম্পেন সমস্ত মিডিয়া প্ল্যাটফর্মে – ছাপা সংবাদমাধ্যম, রেডিও, OOH, ডিজিটাল ভিডিও এবং ব্যানার (ওয়েব পোর্টাল) এবং সোশাল মিডিয়া চ্যানেলগুলিতে – দারুণ সফল হয়।

দেশের মধ্যে থেকে আরও বেশি পর্যটককে আকর্ষণ করতে কলকাতায় একটি পার্টনারশিপ মিটের আয়োজন করা হবে। তারপরে থাকবে একগুচ্ছ পর্যটন ব্যবসা সংক্রান্ত নেটওয়ার্কিং কার্যকলাপ, যার মধ্যে পড়ে ট্রেড ফেয়ারে অংশগ্রহণ এবং সেপ্টেম্বর ও অক্টোবরে B2B ট্রেড মিটের আয়োজন। এমাসে বিশাখাপত্তনম থেকে শুরু করে পরপর অনেকগুলি B2B ট্রেড মিটের পরিকল্পনা আছে অক্টোবরে মুম্বাই, পুনে, সুরাট এবং রাজকোটে।

পর্যটন সচিব কে বিজু বলেন, রাজ্যে পর্যটকদের জন্য যেসব নানাবিধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে সেগুলির প্রদর্শনীর যথাযথ জায়গা হল ট্রেড ফেয়ার এবং রোড শোগুলি।

কে বিজু যোগ করলেন, সাম্প্রতিক প্রবণতা থেকে দেখা যাচ্ছে যে কেরালা গ্ল্যামারাস বিয়ের অনুষ্ঠান করার পক্ষে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। কেরালার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য, ছবির মত জায়গাগুলি, অসামান্য থাকার ব্যবস্থা এবং ব্যাঙ্কোয়েট সুযোগসুবিধা আর যোগাযোগ ব্যবস্থা এই রাজ্যকে পৃথিবীর অন্যতম সেরা ওয়েডিং ডেস্টিনেশন করে তুলেছে। হাওয়ায় মাথা দোলানো পাম গাছের সারিতে ঘেরা শান্ত ব্যাকওয়াটার, আদিম সমুদ্রসৈকত, বিশাল বিশাল চা বাগানে ঢাকা রহস্যাবৃত পাহাড়ি লোকালয়ে সাজানো কেরালা নতুন সূচনার জন্য আদর্শ জায়গা।

টুরিজম ডিরেক্টর পি বি নুহ খেয়াল করালেন, কেরালার হাউজবোট, ক্যারাভ্যানে থাকার জায়গা, জঙ্গলের লজগুলি, প্ল্যানটেশন ভিজিট, হোম স্টে, আয়ুর্বেদভিত্তিক সুস্থতার টোটকা, গ্রামাঞ্চলে হাঁটা এবং সবুজ পাহাড়গুলিতে ট্রেকিংসহ অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটি এক অনন্য উৎসব হয়ে দাঁড়ায়, যা পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা জোগাবে।

তিনি আরও বলেন, এছাড়া সমুদ্রসৈকত, পাহাড়ি লোকালয়, হাউজবোট এবং ব্যাকওয়াটার অংশটি একজন পর্যটকের অভিজ্ঞতাকে আরও ভরিয়ে তুলবে।

২০২২ সালে কেরালা SATTE দিল্লি, OTM মুম্বাই, BIT মিলান, IMTM তেল আভিভ, ATM দুবাই, WTM লন্ডন and ITB বার্লিনের মত ভারত এবং বিদেশের প্রধান পর্যটন ও ট্র্যাভেল ফেয়ারগুলির উপরে গভীর প্রভাব ফেলেছে।

কেরালা টুরিজমের পক্ষে ২০২২ ছিল অসাধারণ অর্জন এবং আন্তর্জাতিক ও জাতীয় সম্মান পাওয়ার বছর। টাইম ম্যাগাজিন ‘50 Extraordinary Destinations to explore in 2022’ তালিকায় কেরালাকে রাখে। কন্ডেই ন্যাস্ট ট্র্যাভেলার কেরালার অয়মনম গ্রামকে ২০২২ সালের ৩০টি সেরা যাওয়ার মত জায়গার অন্যতম বলে নির্বাচন করে। অন্যদিকে মার্চ মাসে ট্র্যাভেল প্লাস লিজার ম্যাগাজিন এই রাজ্যকে গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড দেয়।

গতবছর রাজ্যের বিভিন্ন স্তরে বিভক্ত রেসপন্সিবল টুরিজম উদ্যোগের অংশ, STREET প্রোজেক্ট, ওয়ার্ল্ড ট্র্যাভেল মার্কেট (WTM), লন্ডনের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। এছাড়া ইন্ডিয়া টুডে কেরালাকে পর্যটনে ‘বড় রাজ্য’ বিভাগের সেরা পারফর্মার বলে চিহ্নিত করেছিল। ট্র্যাভেল প্লাস লিজারের পাঠকরা এই রাজ্যকে বেস্ট ওয়েডিং ডেস্টিনেশন হিসাবেও নির্বাচিত করেছিলেন ভোটের মাধ্যমে।

ছবি -মৃত্যুঞ্জয় রায়।

 

Related posts
ভ্রমণ

Uber rolls out Uber Shikara to delight travelers in Srinagar

Staff Reporter – Keeping with its promise to provide mobility to masses through various modes…
Read more
ভ্রমণ

বঙ্গ গৌরব সম্মান এবং নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড ৯৩ জন পেলেন এই বছরের

নিজস্ব প্রতিনিধি – ২০২৩ সালের জন্য…
Read more
ভ্রমণ

Maharashtra Tourism Tours India, showcases sector growth.

Staff Reporter – Directorate of Tourism, Govt. of Maharashtra, embarking on an…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *