নিজস্ব প্রতিনিধি –
কিশলয় ইভেন্টস্’ ও ‘পেন ক্লাব’ এর উদ্যোগে আইসিসিআর – এর নন্দলাল বসু গ্যালারিতে শুরু হলো তৃতীয় পেন মহোৎসব। আজ অপরাহ্নে এই উৎসবের সূচনা করেন সাহিত্যিক আবুল বাশার, সাংবাদিক ও সাহিত্যিক প্রচেত গুপ্ত, লেখিকা নন্দিনী নাগ, অভিনেতা সুপ্রিয় দত্ত, অধ্যাপক অভিজিৎ বন্দোপাধ্যায় প্রমুখ।
পেন মহোৎসবে মোট ২৪ টা স্টল রয়েছে। দেশী ও বিদেশী মিলিয়ে ৬০ টা ব্র্যান্ডের প্রায় ২০০০ রকমের ফাউন্টেন পেন অর্থাৎ ঝর্ণা কলম রয়েছে এখানে। ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা মূল্যের ফাউন্টেন পেন পাওয়া যাচ্ছে এই মেলায়।
‘পেন ক্লাব’ এর কর্ণধার সায়ক আঢ্য জানিয়েছেন, “কালির কলমের ব্যবহার ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।”
‘কিশলয় ইভেন্টস্ অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট’ এর কর্ণধার প্রসেনজিৎ গুছাইত বলেন, “পেন মহোৎসব গত দু’ বছরে মানুষের মধ্যে ঝর্ণা কলমের প্রতি আগ্ৰহ বাড়াতে অনেকটাই সক্ষম হয়েছে।”
অনুষ্ঠানে ‘দোয়াত’ নামাঙ্কিত কলমের কালির উদ্বোধন হয়।
পেন মহোৎসব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।