ডাব্লু বি,এস,সি,এস,টি, ই,এ-র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গ তফশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি (বাণিজ্যকর বিভাগ)’ -র দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল ‘কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল’-এ।

আজ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব (প্রশাসন) বিভাগের বিশেষ আয়োগ শর্মিষ্ঠা রায়।

পরে ‘ডাব্লু বি এস সি এস টি ই এ’-র শারদীয়া সংখ্যা ‘নির্ণয়’-এর উন্মোচন করেন কবি অরুণকুমার চক্রবর্তী।

‘ডাব্লু বি এস সি এস টি ই এ’-এর সভাপতি অরুণকুমার মণ্ডল এবং সম্পাদক পিন্টু মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, “সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অপরদিকে বিমল বন্দ্যোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বাণিজ্য কর বিভাগের কর্মচারীদের পরিবেশনায় এবং বিশ্বনাথ বসুর নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘একটি অবাস্তব নাটক’।”

More From Author

বিশিষ্ট চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তীর একক চিত্র প্রদর্শনী চলছে দিল্লির অল ইন্ডিয়া ফাইন আর্টস এন্ড ক্রাফট সোসাইটির গ্যালারিতে

শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৩ নিয়ে হাজির শ্যামসুন্দর কোং জুয়েলার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *